ওয়ার্ডপ্রেস সেট আপ – Server কি ? – যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন

ওয়ার্ডপ্রেস সেট আপ
ওয়ার্ডপ্রেস সেট আপ

আজ আমরা এখানে ওয়ার্ডপ্রেস সেট আপ – Server কি ? – যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করব সেই সম্পর্কে আলোচনা করবো। ওয়ার্ডপ্রেস সেট আপ – Server কি ? – যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

ওয়ার্ডপ্রেস সেট আপ – Server কি ? – যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন

ওয়ার্ডপ্রেস সেট আপ – Server কি ? – যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন: বর্তমানে তথ্য-প্রযুক্তি ভিত্তিক চাকুরির চাহিদা দিন দিন বাড়ছে। যেমন আমাদের দেশীয় সফটওয়্যার ইন্ডাষ্ট্রিতে, বৈদেশিক আইটি ইন্ডাষ্ট্রিতে এবং ফ্রীল্যান্সিং মার্কেটপেস গুলোতে। ফ্রীল্যান্সিং মার্কেটপেস যেমন: ওডেস্ক, ফ্রীল্যান্স, গুরু ইত্যাদি সাইটগুলো ভিজিট করলে দেখবেন, প্রতিদিন প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেস সাইট বিল্ডিং ডেভেলপমেন্ট এবং কাস্টমাইজেশন এর কাজ পাওয়া যায়। কিন্তু বেশির ভাগ কাজই অ্যাডভান্সড লেভেল এর যেমন- ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন তৈরি । তাই তাদের কথা মাথায় রেখেই আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ – Server কি ? – যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন এই নিয়ে আলোচনা করবো।

ওয়ার্ডপ্রেস সেট আপ

ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য প্রথমেই আমাদের পিসি কে সার্ভার পিসি তে রূপান্তর করতে হবে । তাই আমাদের PC তে প্রথমে সার্ভার সেট আপ করতে হবে এবং তার পর ওয়ার্ডপ্রেস ইন্সটল (Install) করতে হবে ।

Server কি ?

Server হচ্ছে একটি বিশেষ কম্পিউটার যেটি অন্য কম্পিউটার যেমন Guest user (ব্যবহারকারী) কে service প্রদান করে এবং আপনি আপনার ডায়নামিক ওয়েবসাইট ঐ কম্পিউটারে চালাতে পারবেন ।

যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন

প্রথমে আপনাকে XAMPP Software টি সংগ্রহ করতে হবে । এটি সংগ্রহের জন্য আপনি www.apachefriends.org/en/xamp-windows.html এ গিয়ে XAMPP Software টি ডাউনলোড করে নিতে পারেন । অন্যান্য Software যেভাবে ইন্সটল করতে হয় XAMPP ও সেভাবে ইন্সটল করতে হয় । XAMPP ইন্সটলের (Install) জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরন করুন ।

প্রথমে XAMPP Software ফোল্ডারটি Open করুন এবং xampp-win32-1.7.7-VC9 installer.exe তে ডাবল click করলে নিচের চিত্রের মতো দেখতে পাবেন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
XAMPP Installation. 1

OK তে click করুন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
XAMPP Installation. 2

এবারও OK তে click করুন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
XAMPP Installation. 3

Next এ click করুন এবং সেখানে নিচের চিত্রের মতো একটি window দেখতে পাবেন । এখানে আপনি আপনার কম্পিউটারের কোন ড্রাইভে XAMPP Install করতে চান তা দেখিয়ে দিন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
XAMPP Installation. 4

Next এ click করুন । নিচের ছবির মতো দেখতে পাবেন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
XAMPP Installation. 5

এখান থেকে Install Apache as Service এবং Install MySQL as Service অপশন দুটি টিক দিয়ে দিন ।

তারপর Install এ click করুন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
XAMPP Installation. 6

নিচের চিত্রের মতো একটি window দেখতে পাবেন এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
XAMPP Installation. 7

তারপর Finish এ click করুন । কিছুক্ষণ অপেক্ষা করুন । একটি Dialog box আসবে, সেখান থেকে Ok তে click করুন । তারপর একটি Dialog box আসবে, সেখান থেকে Yes এ click করুন ।

এরপর XAMPP Control Panel টি ওপেন হবে ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
XAMPP Control Panel. 8

এখানে যদি Apache এবং MySQL running থাকে, তাহলে বুঝবেন ঠিকভাবে ইন্সটল হয়েছে । আর যদি running না থাকে, তাহলে Apache এবং MySQL এর ডান পাশে Start এ click করুন । তাহলে আপনার PC তে Server তৈরি হয়ে যাবে । পরবর্তীতে XAMPP আপনি দুইভাবে ওপেন করতে পারবেন । একটি পদ্ধতি হলো XAMPP এর শর্টকাট আইকন, যা আপনার Desktop এ থাকবে ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
XAMPP এর Desktop Shortcut. 9

আরেকটি পদ্ধতি হলো Start থেকে All programs এ click করতে হবে ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
XAMPP Control Panel Open. 1

তারপর Apache Friends এ click করতে হবে ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
XAMPP Control Panel Open. 2

তারপর XAMPP এ click করে XAMPP Control Panel এ click করলে XAMPP Control Panel চলে আসবে ।

Server test করা

Install করার পর দেখতে হবে এটি ঠিকঠাক মতো Install হয়েছে কিনা, অথবা Run করছে কিনা । সেই জন্য কোন একটি ব্রাউজার Internet Explorer, Mozilla Firefox Opera কোন একটি দিয়ে চেক করতে পারেন এর জন্য আপনি নিচের পদক্ষেপ নিন ।

প্রথমে আপনি আপনার Browser এর address bar এ http://localhost লিখে Enter প্রেস করুন ।

যদি screen এ XAMPP লেখা নিচের মতো একটি screen আসে, তাহলে বুঝবেন আপনার PC তে Server সঠিক ভাবে কাজ করছে ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
সার্ভার টেষ্ট করা

XAMPP এর Physical অবস্থান

এখন প্রশ্ন হল, আপনি যে XAMPP টি install করেছেন, এটি আপনার কম্পিউটারের কোথায় আছে, কোন ড্রাইভে আছে এবং এর লোকেশনটা কি ? এটি সাধারণত (by default) কম্পিটারের C (System Drive) ড্রাইভে থাকে ।

C- ড্রাইভ ওপেন করুন । এখানে কয়েকটি Folder দেখা যাবে । যেমনঃ Windows, Program Files, XAMPP ইত্যাদি । XAMPP- এটিই আপনার সেই install করা XAMPP সফটওয়্যার XAMPP folder টি ওপেন করলে অনেকগুলো folder দেখতে পাবেন, যেমন: Apache, Php, Phpmyadmin, Mysql, htdocs ইত্যাদি । আমরা কাজ করব mysql এবং htdocs ফোল্ডার নিয়ে ।

ডেটাবেজ তৈরি করা

WordPress Install করার পূর্বে আমাদেরকে ডেটাবেজ তৈরি করতে হবে । এরপর আপনার Browser (Internet explorer, Mozilla Firefox or Opera etc.) এর address bar এ http://localhost লিখে Enter প্রেস করুন ।

যদি screen এ নিচের মতো window প্রদর্শিত হয়, তাহলে বুঝবেন আপনার PC তে Server সঠিক ভাবে কাজ করছে ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
সার্ভার টেষ্ট করা

এখন Language নির্বাচনের জন্য English এ Click করুন ।
Language English এ Click করার পর নিম্নের মতো একটি চিত্র পাবেন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
XAMPP এর হোম পেজ

phpMyAdmin এ Click করুন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
XAMPP এর হোম পেজ থেকে php My Admin এ Click করা ।

এবার যে পেজটি আসবে সেখান থেকে Databases এ click করুন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
Database তৈরি

এবার নিচের মতো পেইজ আসবে

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
Database তৈরি

Database তৈরি করার জন্য Create new database এর নিচে Database এর একটি নাম দিন । নাম আপনি যে কোন কিছুই দিতে পারেন । তবে আমি এখানে Database এর নাম দিয়েছি wordpress । নাম লেখা হলে create বাটনে Click করুন ।

এবার wordpress নামের ফোল্ডারটি কপি করে C ড্রাইভে XAMPP নামের ফোল্ডারের ভিতর htdocs ফোল্ডারের ভিতর paste করে দিন।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
WordPress এর Local folder

এখন আপনি আপনার ব্রাউজারে Address bar এ লিখুন http://localhost/wordpress এবং Enter চাপুন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
WordPress Install

এরপর Create a Configuration File এ click করুন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
WordPress Install

এবার নিচের মতো পেইজ আসবে।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
WordPress Install

এখানে Lets go তে click করুন । তারপর নিচের মতো পেইজ আসবে।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
WordPress Install

এখানে Database Name এর ঘরে যে নামে Database তৈরি করা হয়েছে সেটি লিখুন । যেমন আমি এখানে wordpress দিয়েছি ।
User Name এ root লিখুন ।
Password এর ঘর খালি রাখুন ।
Database Host এর ঘরে localhost লিখুন ।
Table prefix এর ঘরে wp লিখুন এবং তারপর Submit এ click করুন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
WordPress Install

নিচের মতো Window আসবে।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
WordPress Install

এখানে Run the Install এ click করুন ।
নিচের চিত্রের মতো আরেকটি Window আসবে ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
WordPress Installation

Site Tilte- এর ঘরে আপনার blog এর নাম লিখুন ।
Username- এর ঘরে যেকোন একটি Username দিন ।
Password- এর ঘরে যে কোন একটি Password দিন ।
তারপরের যে ফিল্ডটি আছে সেখানে আপনার Password টি পুনরায় টাইপ করুন ।
Your Email এর ঘরে আপনার ই-মেইল Address লিখুন ।

তারপর Install WordPress এ Click করুন এবং নিচের চিত্রের ন্যায় একটি Page দেখতে পাবেন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
WordPress Installation

এখানে Login এ Click করুন ।
এবার নিচের চিত্রের মতো একটি Window দেখতে পাবেন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
WordPress Installation

এখানে Username এর ঘরে আপনি যে Username লিখেছেন তা লিখুন এবং Password এর ঘরে Password দিন । তারপর Login এ Click করুন ।

এখন আপনার সামনে নিচের চিত্রের ন্যায় একটি Window আসবে ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
WordPress এর Back End/Dashboard

এটি হচ্ছে WordPress এর Back End।

আপনি যদি এখান থেকে Front End এ যেতে চান তাহলে উপরের বাম পাশে আপনার Blog Title এর উপর Cursor রাখলে Visit Site অপশন দেখা যাবে, সেখানে Click করুন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
Front End এ যাওয়া

WordPress এর Front End পরিচিতি

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
Front End ভিউ

1. এটি হলো বগের টাইটেল অংশ । এখানে আপনি যে টাইটেল দিবেন তাই Show করবে ।

2. সার্চ অপশন- কোন কিছু খোজার জন্য ব্যবহৃত হয় ।

3. এটি হচ্ছে । হেডার অংশ- যেখানে ইমেজ গ্যালারী দেওয়া আছে ।

4. এটি হলো মেন্যুবার । আপনি চাইলে যে কোন পেজ মেন্যুর মধ্যে রাখতে পারেন ।

5. এই অংশে পোস্ট শো করবে ।

6. এটি সার্চ অপশন- কোন পোস্ট সার্চ করার জন্য ব্যবহৃত হয় ।

7. Recent Post অংশ- সর্বশেষ পোস্টটি শো করবে এবং Recent Comments অংশে সর্বশেষ Comments শো করবে ।

8. আর্কাইভ অংশ- আপনি চাইলে আগের পোস্টগুলো পড়তে পারেন ।

9. Catagory অংশ- আপনার বগ এ যে যে Catagory তৈরি করা আছে তা শো করবে ।

10. এখান থেকে চাইলে আপনি Login এবং Logout করতে পারবেন ।

WordPress এর Back End পরিচিতি

Back End এ যাওয়ার জন্য আপনার ব্রাউজারের Address বার এ গিয়ে localhost/ wordPress/ wp-admin/ লিখুন । এরপর Enter press করুন ।

ওয়ার্ডপ্রেস সেট আপ - Server কি ? - যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
Dashboard বা Back End

1. এখানে Blog এর নাম দেওয়া আছে (Shihab’s blog) । এই অংশ থেকে আপনি আপনার Blog বা সাইটের Front End এ যেতে পারবেন । তারপর যেখানে “4” লেখা আছে , সেখানে আপনার Blog এর আপডেট কি কি হয়েছে সেটি জানতে পারবেন । তারপর New অংশ থেকে আপনি চাইলে নতুন পোস্ট, ফাইল, লিংক, পেইজ, ইউজার ইত্যাদি পোস্ট করতে পারবেন ।

2. Menu: এটি Dashboard এর মেন্যু অংশ । এখান থেকে প্রায় সব ধরনের গুরুত্বপূর্ন কাজ করতে পারেন । পরবর্তীতে আমরা এই মেন্যু অংশের বিস্তারিত ব্যবহার জানবো ।

3. এটি হলো ইউজারের অংশ । এখান থেকে ইউজাররা লগ আউট এবং তাদের প্রোফাইল আপডেট করতে পারবে ।

4. Basic Settings: এই অংশ থেকে আপনি চাইলে আপনার Blog এর বিভিন্ন ধরনের সেটিংস পরিবর্তন করতে পারেন । যেমন: Privacy Settings, Time Zone, Comment on অথবা off ইত্যাদি কাজ করতে পারেন ।

5. Add Real Content: এই অংশে আপনি বিভিন্ন ধরনের Content অ্যাড করতে পারবেন ।

6. Customize Your Site: এ অংশ থেকে আপনি চাইলে আপনার Site এর বিভন্ন অংশ পরিবর্তন করতে পারবেন ।

7. Right Now: এই অংশে আপনার Blog এ এখন কয়টি Post, Page, Comment ইত্যাদি আছে তা জানতে পারবেন ।

8. Quick Press: Quick Press অংশ থেকে আপনি চাইলে খুব দ্রুত Blog এ Post দিতে পারবেন ।

9. Recent Comments: এই অংশ থেকে আপনি সম্প্রতি কোন Comments এর বিস্তারিত জানতে পারবেন ।

10. Recent Draft: Draft অংশে কোন পোষ্ট থাকলে তা দেখা যাবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here