আজ আমরা এখানে সঠিক ভাবে কানের যত্ন কি ভাবে নেবেন সেই সব কিছু নিয়ে জানবো। কানের অযত্নে যেকোনো অসুবিধায় বা অসুখে আপনার কানের কোন সমস্যা হতে পারে। সেই সব কারণ গুলি নিয়ে নিচে আলোচনা করা হলো যাতে আপনি আপনার কানের সঠিক ভাবে যত্ন নিতে পারেন ।
সঠিক ভাবে কানের যত্ন নিন
সৌন্দর্যচর্চায় কানের যত্ন নিতে ভুলবেন না । নিয়মিত কানের ভেতর ও বাইরের দিকটা পরিষ্কার করবেন । স্নানের সময় প্রতিদিনই কানের বাইরের দিকটা নরম তোয়ালেতে সাবান লাগিয়ে অথবা বেসন গুলিয়ে কিংবা আটা গুলিয়ে লাগিয়ে পরিষ্কার করতে পারেন ।
স্নান শেষে কানের ভেতরের পানি অরেঞ্জ স্টিক দিয়ে সতর্কতার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে মুছে নিন । খেয়াল রাখুন, কানের ভাঁজের মধ্যে যেন ময়লা বাসা বেঁধে না থাকে ।
বি.দ্র.- কানের অভ্যন্তর পরিষ্কারের প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে । নিজে নিজে খোঁচাখুঁচি করবেন না ।