ওয়ার্ডপ্রেস কি – What Is WordPress

ওয়ার্ডপ্রেস কি - What Is WordPress
ওয়ার্ডপ্রেস কি - What Is WordPress

ওয়ার্ডপ্রেস কি – What is WordPress: বর্তমানে তথ্য-প্রযুক্তি ভিত্তিক চাকুরির চাহিদা দিন দিন বাড়ছে। যেমন আমাদের দেশীয় সফটওয়্যার ইন্ডাষ্ট্রিতে, বৈদেশিক আইটি ইন্ডাষ্ট্রিতে এবং ফ্রীল্যান্সিং মার্কেটপেস গুলোতে। ফ্রীল্যান্সিং মার্কেটপেস যেমন: ওডেস্ক, ফ্রীল্যান্স, গুরু ইত্যাদি সাইটগুলো ভিজিট করলে দেখবেন, প্রতিদিন প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেস সাইট বিল্ডিং ডেভেলপমেন্ট এবং কাস্টমাইজেশন এর কাজ পাওয়া যায়। কিন্তু বেশির ভাগ কাজই অ্যাডভান্সড লেভেল এর যেমন- ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন তৈরি । তাই তাদের কথা মাথায় রেখেই আমরা ওয়ার্ডপ্রেস কি – What is WordPress এই নিয়ে আলোচনা করবো।

ওয়ার্ডপ্রেস কি – What is WordPress

ওয়ার্ডপ্রেস বর্তমান সময়ের বহুল ব্যবহৃত এবং সর্বাধিক জন্যপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্লগিং সফটওয়্যার । এটি মূলত পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরী এবং নিয়ন্ত্রিত একটি ব্লগিং প্যাকেজ সফটওয়্যার । ওয়ার্ডপ্রেসের ব্যবহারের ক্ষেত্রে অনেক গুলো সুবিধা রয়েছে, সেগুলো ধাপে ধাপে পরবর্তীতে দেখানো হবে ।

কারন: ব্যবহারকারীদের সুবিধার্তে ওয়ার্ডপ্রেসকে ওপেন সোর্স করে দেয়া হয়েছে যাতে যে কেউ সহজেই তার ইচ্ছামতো পরিবর্তন করে নিয়ে কাজ করতে পারে । ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই ওয়েবসাইট বা ব্লগ কয়েক দিনেই তৈরী করা সম্ভব ।

তবে হ্যাঁ, পেশাগত কাজের মান আনতে হলে আপনাকে অবশ্যই এইচটিএমএল, সিএসএস, পিএইচপি সাথে মাইএসকিউএল সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে ।

সুবিধা: ওয়ার্ডপ্রেস সিএমএস প্যাকেজ সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে পাওয়া যায় । এছাড়াও বিনামূল্যে অজস্র থীম, প্লাগইন পাওয়া যায় যা আপনার কাজকে করবে আর বেগবান ।

কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হওয়ায় যেকোন তথ্য সহজেই হালনাগাদ করা যায় । এছাড়াও ওয়ার্ডপ্রেস ব্যবহার বান্ধব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশেন ইত্যাদি ।

ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে পারেন: www.wordpress.org/download থেকে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here