What Is PHD – Eligibility for Phd – পিএইচডি কি যোগ্যতা, খরচ, সময়, সুবিধা, বেতন

What Is PHD - Eligibility for Phd - পিএইচডি কি যোগ্যতা, খরচ, সময়, সুবিধা, বেতন
What Is PHD - Eligibility for Phd - পিএইচডি কি যোগ্যতা, খরচ, সময়, সুবিধা, বেতন

What Is PHD – Eligibility for Phd – পিএইচডি কি যোগ্যতা, খরচ, সময়, সুবিধা, বেতন

What Is PHD – Eligibility for Phd – পিএইচডি কি যোগ্যতা, খরচ, সময়, সুবিধা, বেতন- পিএইচডি নির্দিষ্ট বিষয়ের ওপর Graduation সম্পন্ন করার পর, করতে হয়। শিক্ষা জগতে পিএইচডিকে খুবই উচ্চপদস্থ ডিগ্রী বলে মেনে নেওয়া হয়। পিএইচডি Complete করলে ভালো জায়গায় চাকরি পাওয়ার সাথে সাথে, সমস্ত জায়গায় সম্মানিত হওয়া যায়। যদি কোন ব্যক্তি পিএইচডি পুরো করেন তাহলে তার নামের আগে Dr. উপাধিটি যোগ করা হয়।

যদি আপনি পিএইচডি (What Is PHD) করার কথা ভাবছেন এবং পিএইচডি সম্পর্কে ভালোভাবে না জেনে থাকেন তাহলে, আজকের আর্টিকেলে আপনি (What Is PHD) Phd এর মানে কি, Phd কিভাবে করতে হয়, (What Is PHD) Phd কি, পিএইচডি করার যোগ্যতা, পিএইচডি করার সুবিধা গুলি কি কি এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

What Is PHD

আমাদের মধ্যে অনেকের ইচ্ছে থাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কোন একটি বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করা আর তেমনি একটি কোর্স হল পি এইচডি। PHD এর পূর্ণরূপ হল Doctorate Of Philosophy । এই কোর্সটি সম্পূর্ণ করার পর নামের আগে ডক্টর পদবিটি যোগ করা হয় যেটি খুব সম্মানের প্রতীক। পিএইচ ডি হল এমন একটি কোর্স যেখানে রিসার্চ করানো হয়। তুমি যে বিষয়ের উপর M.A কমপ্লিট করেছো সেই বিষয়ের কোন একটি পাঠ নিয়ে তোমাকে PHD করতে হবে।

PHD কারা করে

তোমার যদি মনে হয়ে থাকে তুমি একটি বিষয় নিয়ে অনেকদিন পড়াশোনা করতে পারবে এবং তুমি যদি একটি বিষয়ের উপর ভালোভাবে রিসার্চ করে ভবিষ্যতে তুমি একজন প্রফেসর হতে চাও তাহলে তোমার এই কোর্সটি করা অবশ্যই উচিত। অনেকেরই ইচ্ছে থাকে কলেজের অধ্যাপক হবে কলেজের ছাত্র-ছাত্রীদের পড়াবে বা টিচিং লাইনে যাবে তাদের জন্য এই কোর্সটি একদম পারফেক্ট।

(PHD) পি এইচডি করার যোগ্যতা

তোমাকে যে কোন কাজ বা কোন কিছু করার আগে তোমার একটি যোগ্যতার প্রয়োজন হয়। তেমনি পিএইচডি করার যোগ্যতা হিসেবে তোমাকে M.A তে 50 % নাম্বার নিয়ে তোমাকে পাস করতে হবে। তবেই তুমি এই পিএইচডি কোর্সটির জন্য আবেদন করতে পারবে। তোমাদেরকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 50% – 60% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে তোমাকে তিন বছরের গ্রাজুয়েশনে পাস অথবা অনার্স দুটির মধ‍্যে যেকোনো একটি কোর্সে কমপক্ষে 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।তারপর পরবর্তী ধাপ M.A, যারা সাইন্সে রয়েছো তারা M.BA, যারা কমার্সে রয়েছে M.COM কমপ্লিট করার পরেই তোমরা এই পিএইচডি করার সুযোগ পাবে।

পি এইচডি ডিগ্ৰি অর্জন

PHD ডিগ্রী অর্জনের জন্য অনেক সরকারি এবং বেসরকারি কলেজ রয়েছে। সরকারি কলেজগুলিতে সুযোগ পাওয়ার জন্য তোমাকে Net পরীক্ষা দিতে হবে এবং রাজ্যের ভিতর তোমাকে Set দিতে হবে। তোমরা যদি এই Net পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাও তাহলে তুমি ভারতের যে কোন কলেজে থেকে পিএইচডি করার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। এবং তোমরা যদি Net পরীক্ষায় র‍্যাঙ্কিং করতে পারো বা JRF পাও তাহলে তোমাদের জন‍্য 30-35 টাকা স্কলারশিপের ব্যবস্থা থাকে। এমন কিছু কিছু কলেজ আছে যারা তোমাকে সরাসরি সুযোগ দেবে তোমার M.A এর নাম্বারের উপর ভিত্তি করে।

পি এইচডি এর সময়সীমা

পিএইচডি করতে 2-3 বছর সময় লাগে সাধারণত। আর যারা JRF (জুনিয়র রিসার্চ ফেলোশিপ)পায় তারা পাঁচ বছর পর্যন্ত পড়ার সুযোগ পায়। যারা দুই থেকে তিন বছরের কোর্সে নিজের টাকা দিয়ে পড়াশোনা করবে তাদের জন্য বিভিন্ন রকম কোর্স ফ্রি রয়েছে বিভিন্ন রকম কলেজে বিভিন্ন রকম কোর্স ফ্রি থাকে। তোমদের যে কলেজটা পছন্দ সেখানে গিয়ে জিজ্ঞেস করে নিতে পারো। পিএইচডি করার খরচ মোটামুটি এক থেকে দুই লাখের মধ্যে হয়ে যায়

পিএইচডি করার সুবিধা

পিএইচডি করার পর তুমি কোন কোন চাকরিগুলি পেতে পারো সেই জায়গাটা একটু দেখে রাখা প্রয়োজন। প্রথম পিএইচডি করার সুবিধা তুমি নামের আগে ডক্টর উপাধি পেয়ে যাচ্ছো। এই কোর্সটি করার পর তুমি প্রফেসর হতে পারবে, তুমি বিভিন্ন রিসার্চ সেন্টার গুলিতে রিসার্চ করার সুযোগ পাবে, তুমি Lecturer হতে পারবে এবং পিএইচডি সম্পূর্ণ করার পর তুমি বিভিন্ন রকম বেসরকারি সংস্থা গুলিতে বিভিন্ন রকম চাকরির জন্য সুযোগ পাবে।

বেতন

যারা অনেকদিন পরিশ্রমের পর এই PHD কোর্সটি সম্পূর্ণ করে তাদের মধ্যে প্রচুর জ্ঞানের ভান্ডার থাকে তারা একটি বিষয়ের উপর পরিপূর্ণ দক্ষ হয়। এক্ষেত্রে তুমি যদি কোন সরকারি কলেজে অধ‍্যাপক হিসেবে কাজ কর তাহলে তোমাদের মাসিক বেতন অনেক বেশি হয়ে থাকে এবং যদি বেসরকারিভাবে কোন কলেজে কন্টাকচুয়ালি নিযুক্ত হলে তোমাদের মাসিক বেতন 20,000 – 30,000 টাকা দেওয়া হয়।

Phd কোর্সের Popular Subject

যে সকল ছাত্র-ছাত্রী PhD Degree অর্জন করতে চায়। তাদের জন্য একটি লিস্ট দেওয়া হল আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি বিষয় বেছে নিতে পারেন। এখানে বিভিন্ন stream যেমন- Humanities, science, commerce, এবং Engineering এর মধ্যে সকল PhD যোগ্য সাবজেক্ট গুলো নিচে লিস্টের মাধ্যমে দেওয়া হল। এই বিষয়গুলি জনপ্রিয় হওয়ার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ।

  • PhD in Mathematics
  • PhD Zoology
  • PhD in Environmental Science and Engineering
  • PhD in Bioinformatics PhD in Clinical Research
  • PhD in Public Policy
  • PhD in Arts
  • PhD in Humanities & Social Sciences
  • PhD in English
  • PhD Economics
  • PhD in Accounting and Financial Management
  • PhD in Zoology
  • PhD in Physics
  • PhD in Applied Chemistry & Polymer Technology
  • PhD Biotechnology
  • PhD in Science
  • PhD in Literature
  • PhD in Social Sciences
  • PhD Geography
  • PhD in International Relations and Politics
  • PhD in Humanities and Life Science

Also Read-

PHD এর পূর্ণনাম কি ?

Doctorate Of Philosophy.

পি এইচডি করতে কত বছর সময় লাগে ?

দুই থেকে তিন বছর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here