West Bengal Librarian Recruitment 2023 Notification – লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

West Bengal Librarian Recruitment 2023 Notification - লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
West Bengal Librarian Recruitment 2023 Notification - লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

West Bengal Librarian Recruitment 2023 রাজ্যের পাবলিক লাইব্রেরিগুলি লাইব্রেরিয়ান নিয়োগ হয়নি বহুকাল। তবে রাজ্য সরকারের তরফে এবার উদ্যোগ নিয়ে রাজ্যের 23 টি জেলার পাব্লিক, ব্লক এবং গ্রামীণ লাইব্রেরি গুলিতে মোট 738 টি পদে লাইব্রেরিয়ান নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নিয়োগ প্রক্রিয়ার একেবারে শুরুতে গত এপ্রিল মাস থেকে জেলায় জেলায় লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবার দ্বিতীয় জেলা হিসেবে মুর্শিদাবাদের পাবলিক লাইব্রেরিতে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নীচে আবেদন পদ্ধতি, যোগ্যতা ইত্যাদি সকল বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

West Bengal Librarian Recruitment 2023 Notification – লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

লাইব্রেরিয়ান (Librarian) পদের নিয়োগ করা হবে। (মুর্শিদাবাদ জেলার যেসব স্পন্সরড পাবলিক লাইব্রেরির গ্রামীণ লাইব্রেরির স্ট্যাটাস আছে, সেগুলিতে লাইব্রেরিয়ান পদে প্রার্থী নিয়োগ করা হবে)।

West Bengal Librarian Recruitment মোট শূন্যপদ

এখানে মোট 36 টি শূন্যপদ রয়েছে।

West Bengal Librarian Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের-

i. উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

ii. Library & Information Science এ পাশ সার্টিফিকেট থাকতে হবে। অথবা Library & Information Science এ ব্যাচেলর ডিগ্রি করা থাকলেও প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

iii. বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

iv. বাংলা ভাষাতে জ্ঞান থাকতে হবে।

West Bengal Librarian Recruitment 2023 বয়সসীমা

18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 01.01.2023 তারিখ অনুযায়ী বয়সের হিসেব করতে হবে।

West Bengal Librarian Recruitment 2023 মাসিক বেতন

এখানে নিয়োগ পাওয়া প্রার্থীদের মাসিক 22,700 – 58,500 টাকা এবং রাজ্য সরকারের অন্যান্য ভাতার সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন- পোস্ট অফিসে কর্মী নিয়োগ

West Bengal Librarian Recruitment 2023 নিয়োগ পদ্ধতি

  • এখানে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
  • এখানে মোট 50 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
  • পরীক্ষাতে English & Bengali language, General Awareness, Arithmetic, Library & Information Science বিষয়ে প্রশ্ন থাকবে।
  • অপরদিকে, কম্পিউটার টেস্টটি হবে 10 নম্বরের।

West Bengal Librarian Recruitment 2023 আবেদন পদ্ধতি

1. এখানে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://lib.recruitmentmurshidabad.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের যাবতীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে সাবমিট করতে হবে।

2. আবেদন করার সুবিধার জন্য Official Application Link নিচে দেওয়া হয়েছে। ওই লিংকেক্লিক করেই আপনি সরাসরি আবেদন করতে পারবেন।

West Bengal Librarian Recruitment 2023 আবেদনের সময়সীমা

এই লাইব্রেরিয়ান পদের জন্য এখানে 15/06/2023 তারিখের 11.59 pm পর্যন্ত আবেদন করা যাবে।

Important Links

অফিসিয়াল নোটিশDownload
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অনলাইনে আবেদনApply Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here