Diwali Wishes

এই উৎসব উপলক্ষে, প্রতি বছর কার্তিকের অমাবস্যার দিনে সবাই বাড়ি-ঘর আলো দিয়ে সাজায়, প্রিয়জনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেয়। আপনিও এই দীপাবলি ও কালীপুজোতে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের শুভেচ্ছা বার্তা প্রেরণ করতে পারেন।

Diwali Wishes

দীপাবলীর আলোর মালা আপনার জীবনে সৌভাগ্যের দিশা হয়ে জ্বলতে থাকুক। শুভ দীপাবলি

এই দীপাবলিতে তোমার জীবনের সমস্ত অন্ধকার ঘুচে যাক। আলোর উৎসবে তোমার জীবনও আলোতে ভরে উঠুক। শুভ দীপাবলি

আপনাকে ও আপনার পরিবারকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কালী পূজা ও দীপাবলি ভাল ভাবে কাটুক এই কামনা করি। শুভ দীপাবলি

দীপাবলীর পুণ্য লগ্নে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের জীবন। শুভ দীপাবলি

আলোয় ভুবন ভরিয়ে দে মা, ঘুচিয়ে দে মা যত কালো মনের আঁধার মুছিয়ে দে মা, মন আকাশে জ্বেলে আলো। কালী পূজার শুভেচ্ছা জানাই

আঁধার কেটে আলো আসুক প্রতিটা ঘরে। নিরাশা কেটে গিয়ে আশা আসুক। পৃথিবীতে সব ভাল জিনিসের জয় হোক। সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা

এই কালীপুজোতে আপনার ও আপনার প্রিয়জনদের জীবন আনন্দে ভরে উঠুক। কালী মায়ের আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকুক। শুভ কালী পূজা

আলোর উৎসব হয়ে উঠুক শান্তির। অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাক। দীপাবলির খুশি ভাগ করে নিন আপনার কাছের মানুষজনের সঙ্গে। দীপাবলির শুভেচ্ছা জানাই

শ্যামা মায়ের আরাধনায় সবার মন হয়ে উঠুক ভক্তিতে পরিপূর্ণ...মায়ের আশীর্বাদে আপনার জীবন থেকে দূরে চলে যাক সব বিপদ ও দুঃখ...শুভ কালীপূজা

আকাশে বাতাসে অনেক আলো, তোমার জীবন কাটুক ভালো।  শুভ দীপাবলি