WBP SI Recruitment- ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর তরফে প্রকাশ করা হয়েছে সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর (UB) ও সাব ইন্সপেক্টর (AB) পদে নিয়োগের পার্সোনালিটি টেস্টের কল লেটার। যে সকল প্রার্থীরা এই পার্সোনালিটি টেস্টে অংশ নেবেন তাঁরা (wbpolice.gov.in) থেকে কল লেটার ডাউনলোড করতে পারবেন।
How to Download WBP SI call letter? – কল লেটার ডাউনলোড করবেন কিভাবে?
i. WBP SI প্রার্থীদের প্রথমে (wbpolice.gov.in) ওয়েবসাইট এ যেতে হবে।
ii. তারপর ‘Recruitment to the post of Sub-Inspector/ Lady Sub-Inspector of police in West Bengal police – 2020’ তে ক্লিক করতে হবে।
iii. ‘Download e-Call Letter for Personality Test’ লিঙ্কে ক্লিক করতে হবে।
iv. এবার ‘Click here to download Call Latter for Personality test to the post of Sub-inspector/lady Sub-Inspector(UB) and Sub-Inspector (AB) in West Bengal police-2020’ তে ক্লিক করতে হবে।
v. প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
vi. স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন। এটি ডাউনলোড করে রাখবেন প্রার্থীরা।
আরও পড়ুন-
- সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি
- লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- পোস্ট অফিসে কর্মী নিয়োগ
প্রসঙ্গত, বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৭ জুন ২০২৩ (7.06.23) থেকে এই পার্সোনালিটি টেস্ট শুরু হবে। কল লেটারে বেশ কিছু নির্দেশের উল্লেখ থাকবে। যা মানতে হবে প্রার্থীদের। এছাড়া এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।