WBCS Recruitment: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) WBCS Recruitment 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। WBCS Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
WBCS Upcoming Recruitment 2023
Post Name :
এই পরীক্ষার মাধ্যমে একাধিক পদে অফিসার নিয়োগ করা হয়ে থাকে এবং এই একাধিক অফিসার নিয়োগ করার জন্যে সমস্ত পদকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। যেমন- Group-A, Group-B, Group-C, Group-D.
Education Qualification :
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। এছাড়াও বাংলা ভাষায় কথা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে।
আরও পড়ুন- সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
Recruitment process :
- প্রিলিমিনারি পরীক্ষা
- মেন পরীক্ষা
- ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট
Age Limit :
- Group-A এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৬ বছর।
- Group-B এর ক্ষেত্রে ২০ বছর থেকে ৩৬ বছর।
- Group-C এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৬ বছর।
- Group-D এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৯ বছর।
Application Procedure :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে One Time Registration করতে হয়, তারপর ওই Registration নম্বর দিয়ে সমস্ত পরীক্ষায় আবেদন করা যায়।
আরও বিশদে জনার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন