WBBPE Recruitment 2023 – পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি (WBBPE) 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
WBBPE Recruitment 2023: পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি (WBBPE) 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। WBBPE Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বি.এড. (B.Ed.) পাস করা প্রার্থীরাও প্রাইমারি টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। প্রাইমারি টেট পরীক্ষায় আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।
WB Primary TET Notification 2023
পদের নাম- প্রাইমারি শিক্ষক (ক্লাস I থেকে V)
WB Primary TET Qualification
শিক্ষাগত যোগ্যতা- প্রাইমারি টেট পরীক্ষায় আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে,
1) অন্তত 50 শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে দু বছরের পাশ করতে থাকতে হবে।
অথবা, 2) অন্তত 50 শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে চার বছরের বিএলএড ডিগ্রী পাস করতে হবে।
অথবা, 3) অন্তত 50 শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে এডুকেশন বিষয়ে ডিপ্লোমা পাস করতে হবে (এডুকেশানের এই কোর্সটি রিহ্যাবিলিয়েটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত হতে হবে)
অথবা, 4) অন্তত 50 শতাংশ নম্বর সহ যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাস। সঙ্গে বিএড পাস করে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা শতাংশ ছাড়– পশ্চিমবঙ্গের সংরক্ষিত প্রার্থীরা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, EC, PWD ExSM) উচ্চমাধ্যমিকে 45 শতাংশ নম্বর থাকলেও আবেদন করতে পারবেন।
যেসব প্রার্থীরা এই মুহূর্তে B.Ed., D.El.Ed., B.El.Ed. কোর্সের ফাইনাল সেমিস্টারে পাঠরত তারাও এই প্রাইমারি টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
Primary TET Qualifying Mark
জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 60 শতাংশ নম্বর পেতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, ওবিসি, এক্স সার্ভিস ম্যান শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে 55 শতাংশ নম্বর পাস বলে গণ্য হবে।
Primary TET Application Process
2023 প্রাইমারি টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট (www.wbbpe.org) -এ অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী 14 অক্টোবর, 2023 তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তি 14 অক্টোবর জারি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
Primary TET Application Fee
জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 150 টাকা জমা দিতে হবে। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 100/- টাকা জমা দিতে হবে। SC/ ST/ PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে 50/- টাকা জমা দিতে হবে।
Primary TET Syllabus 2023
বিষয় | নম্বর |
বাংলা | 30 |
ইংরেজি | 30 |
গণিত | 30 |
শিশুবিকাশ ও পেডাগজি | 30 |
পরিবেশ | 30 |
মোট | 150 |
Primary TET Notice Download
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন |
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন |