WB MDM Recruitment 2023- পশ্চিমবঙ্গ সরকারের মিড-ডে-মিল প্রকল্পে চাকরির সুযোগ। (West Bengal MDM Recruitment 2023)। আপনার জন্য নিয়ে এসেছে সহকারী হিসাবরক্ষক, ম্যানেজার সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের মিড-ডে-মিল প্রকল্পে নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন। WB MDM Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
WB MDM Recruitment 2023
WB MDM নিয়োগকারী সংস্থা | পশ্চিমবঙ্গ সরকারের মিড-ডে-মিল (Mid-Day-Meal) প্রকল্পে |
পদের নাম | সহকারী হিসাবরক্ষক, ম্যানেজার সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে। |
শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে মিড-ডে-মিল প্রকল্পে চাকরির বিস্তারিত বিবরণ
WB MDM প্রার্থীর বয়সসীমা:
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮-৬৫ বছরের মধ্যে।
WB MDM মাসিক বেতন:
এই পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক গড় বেতন পাবেন সর্বনিম্ন 11,000/- টাকা।
আরও পড়ুন-
- সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি
- লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- DRDO Recruitment 2023
আবেদন পদ্ধতি:
অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।
প্রার্থী নির্বাচন পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে।
আবেদনের শেষ তারিখ:
30/05/2023 তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন জানাতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়:
02/06/2023 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল 11 টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।