পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে খুব তাড়াতাড়ি জেল পুলিশে বহু সংখ্যক শূন্যপদে নিয়োগের ব্যাপারে অফিসিয়াল নোটিফিকেশন বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূত্রের খবর বলছে, আগামী অগাস্ট মাসেই এই বিষয়ে নোটিশ বের করা হবে বোর্ডের তরফে। জেল পুলিশ নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, সম্ভাব্য পদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হল।
জেল পুলিশ নিয়োগ ২০২৩ (Jail Police Recruitment 2023)
রাজ্য জেল পুলিশ (WBP Jail Police) ওয়ার্ডার এবং মহিলা ওয়ার্ডার (Warder/ Lady Warder) পদে নিয়োগ হবে।
জেল পুলিশ নিয়োগ ২০২৩ শূন্যপদ
এখানে সম্ভাব্য শূন্যপদের সংখ্যা থাকবে 500 এর আশেপাশে।
জেল পুলিশ নিয়োগ ২০২৩ শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করা যাবে। এর সাথে অবশ্য পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা কিছু প্যারামিটার যেমন উচ্চতা ইত্যাদি দেওয়া হবে। আবেদনকারীকে সেগুলো পূরণ করতে হবে।
জেল পুলিশ নিয়োগ ২০২৩ বয়সসীমা
18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে।
জেল পুলিশের মাসিক বেতন
নির্বাচিত প্রার্থীদের পে লেভেল 6 অনুসারে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
জেল পুলিশ নিয়োগ পদ্ধতি ২০২৩
এখানে লিখিত পরীক্ষা, Physical Measurement Test (PMT), Physical Efficiency Test (PET), ইন্টারভিউ, মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
জেল পুলিশ নিয়োগ ২০২৩ সিলেবাস
A. General Awareness and General Knowledge | 25 Marks (25 questions) |
B. English | 25 Marks (25 questions) |
C. Elementary Mathematics (Madhyamik standard) | 20 Marks (20 questions) |
D. Reasoning | 10 Marks (10 questions) |
E. Computer Literacy | 10 Marks (10 questions) |
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট/PST Male Warder
Height (Barefoot) (in cm.) | Chest (in cm.) |
167 cm | 78 cms. With expansion of 5 cms. (78 cms. – 83 cms.) |
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট/PST Female Warder
Height (Barefoot) (in cm.) | 160 cm |
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট/PET
Male Warder | Run- 1600 mtrs | Time- 06 minutes 30 seconds |
Female Warder | Run- 400 mtrs | Time- 1 minute 50 seconds |
জেল পুলিশ নিয়োগের আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রয়োজনীয় স্টেপগুলি অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিতে হবে। এই বিষয়ে সমস্ত তথ্য জানতে www.wbpolice.gov.in ওয়েবসাইটটি ফলো করুন। এছাড়াও সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
সম্ভাব্য নোটিশ প্রকাশের তারিখ
আগামী 06/08/2023 তারিখে পশ্চিমবঙ্গ জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভবনা রয়েছে।
আবেদন শুরুর সম্ভাব্য তারিখ
পশ্চিমবঙ্গ জেল পুলিশের নিয়োগের জন্য আগামী ০৬ই আগস্ট ২০২৩ অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
সম্ভাব্য পরীক্ষার তারিখ
নভেম্বর অথবা ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ জেল পুলিশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- দিল্লি পুলিশ সহ অন্যান্য কেন্দ্রীয় বাহিনীতে বিশাল নিয়োগ