WB Government Group-D Recruitment- রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে-
WB Government Group-D Recruitment 2023
বিজ্ঞপ্তি নাম্বার: | 349/BCW(MLD) |
পদের নাম: | Superintendent, Caretaker (Male), Matron (Female), Cook, Helper, Darwan-Cum-Night Guard, Karmabandhu (Part-Time) |
রাজ্যে নতুন গ্রুপ-ডি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি বিশদ দেখুন
১) পদের নাম: Superintendent
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন: উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ১২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
শূন্যপদ: ২ টি।
২) পদের নাম: Caretaker (Male)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন: উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
শূন্যপদ: ১ টি।
আরও পড়ুন-
৩) পদের নাম: Matron (Female)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন: উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
শূন্যপদ: ১ টি।
৪) পদের নাম: Cook
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ম শ্রেণি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন: উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৪,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
শূন্যপদ: ২ টি।
৫) পদের নাম: Helper
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ম শ্রেণি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন: উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
শূন্যপদ: ২ টি।
৬) পদের নাম: Darwan-Cum-Night Guard
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ম শ্রেণি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন: উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৩,৫০০০/- টাকা বেতন দেওয়া হবে।
শূন্যপদ: ২ টি।
৭) পদের নাম: Karmabandhu (Part-Time)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ম শ্রেণি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন: উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
শূন্যপদ: ২ টি।
বয়সসীমা: প্রার্থীদের বয়স ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
WB Government Group-D Recruitment নিয়োগ পদ্ধতি:
Superintendent/Caretaker/Matron – পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা (১০০ নাম্বার) এবং ইন্টারভিউ (২৫ নাম্বার) – এর মাধ্যমে নিয়োগ করানো হবে, বাকি পদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করানো হবে।
WB Government Group-D Recruitment আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে। নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সেটিকে সঠিক ভাবে পূরন করতে হবে, এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে পোস্ট অফিস অথবা নিজে দিয়ে জমা করতে পারবেন।
WB Government Group-D Recruitment আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
Office of the Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Malda, Cemetery Road Near BT College, PO Malda, PS English Bazar, Dist. Malda, PIN – 732101.
WB Government Group-D Recruitment আবেদন চলবে:
আগামী ১৪/০৬/২০২৩ তারিখের মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিতে হবে।
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন
Important Links
Official Notice | Download Now |
Website Link | Click Here |
Join Telegram Group | Click Here |