আপনি কি চাকরির খবর খুঁজছেন? সব সর্বশেষ চাকরির খোলার জন্য এই ব্লগটি দেখুন। আপনি বিস্তৃত ভূমিকা এবং কর্মজীবনের পথ খুঁজে পাবেন যা আপনার জন্য উপযুক্ত।
WB Gove School Group-D Recruitment
- Post Name: Matron (Female Only)
Education Qualification: যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
Salary: উক্ত পদে প্রার্থীদের পে লেভেল ৪ অনুযায়ী ১৯,৭০০/- টাকা থেকে ৫০,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।
Age Limit: ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC – শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
- Post Name: Darwan
Education Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ম শ্রেণি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
Salary: উক্ত পদে প্রার্থীদের পে লেভেল ১ অনুযায়ী ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা বেতন দেওয়া হবে।
Also Read– 20000 টাকা বেতনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
Age Limit: ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC – শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
Selection Process: আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ (Viva Voce Test) – এর মাধ্যমে নিয়োগ করানো হবে।
Application Fee: প্রার্থীদের আবেদন ফি বাবদ ১৬০/- টাকা ডিমান্ড ড্রাফট – এর মাধ্যমে জমা দিতে হবে। তবে SC/ST/PH – প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা দিতে হবে না।
Also Read- রাজ্যে নতুন ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ
Apply Process: আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সেটিকে সঠিক ভাবে পূরণ করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে।
Address To Send Application Form | Document: |
To The Member Secretary,- Pipla Residential Deaf & Dumb School,- C/o. Office of the District Mass Education Extension Officer,- Education Complex,- Atul Market,- P.O. + Dist. Malda – 732101 (W.B.). | Age Proof Educational Qualifications Certificate Experience (if any) Residential Proof Voter Card/Aadhaar Card, Application & Admit Card Caste Certificate (in any) Account payee Demand Draft Proof |
Apply Date: আগামী ১৬ই জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল ৫ টার মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আরও বিশদে জানার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন