WB DCPU Recruitment 2023 Notification – উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

WB DCPU Recruitment 2023 Notification - উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
WB DCPU Recruitment 2023 Notification - উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

WB DCPU Recruitment 2023 – রাজ্যে শিশু সুরক্ষা দপ্তর আপনার জন্য নিয়ে এসেছে ডেটা এন্ট্রি অপারেটর, বেঞ্চ ক্লার্ক, ডেটা অ্যানালিস্ট, ম্যানেজার সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে শিশু সুরক্ষা দপ্তরের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

WB DCPU Recruitment 2023

নিয়োগকারী সংস্থা:- রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরের তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম:- ডেটা এন্ট্রি অপারেটর, বেঞ্চ ক্লার্ক, ডেটা অ্যানালিস্ট, ম্যানেজার সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।

মাসিক বেতন:- এই পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক গড় বেতন পাবেন সর্বনিম্ন 20,000/- টাকা।

প্রার্থীর বয়সসীমা:- এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে।

আরও পড়ুন-

আবেদন পদ্ধতি:- আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।

আবেদনের শেষ তারিখ:- 02 জুন, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে।

Important Links

Official NotificationDownload
Apply OnlineApply Now
Official WebsiteClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here