শিশু সুরক্ষা বিভাগে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ – WB Child Protection Department Recruitment 2023

শিশু সুরক্ষা বিভাগে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ - WB Child Protection Department Recruitment 2023

পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো Directorate of Child Rights & Trafficking & State Child Protection Society. গত ০৪.০৮.২০২৩ তারিখে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। যদিও মোট ২১ জেলায় করা হবে এই কর্মী নিয়োগ, তবুও রাজ্যের যেকোনো জেলার যোগ্য চাকরিপ্রার্থীরা পদগুলিতে আবেদন করার যোগ্য। তাই সকলেই দেখে নিন বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল খুঁটিনাটি তথ্যের সারাংশ।

WB Child Protection Department Recruitment 2023

নিয়োগকারী সংস্থাDirectorate of Child Rights & Trafficking & State Child Protection Society
Advertisement no.1273/CRT
অফিসিয়াল ওয়েবসাইটhttp://wbcdwdsw.gov.in/
আবেদন শুরু০৭.০৮.২০২৩
আবেদন শেষ২১.০৮.২০২৩

শিশু সুরক্ষা বিভাগে পদে নিয়োগ বিবরণ

পদের নাম

Case Worker

মোট শূন্যপদ

২১ জেলার A ক্যাটাগরি এর অন্তর্ভুক্ত প্রতিটি জেলায় ৩ জন ও B ক্যাটাগরি এর অন্তর্ভুক্ত প্রতিটি জেলায় ৪ জন করে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও,

Railway Stations: New Jalpaiguri /Kharagpur/Alipurduar/Malda/Asansol/Howrah/Sealdah এবং

Bus Stands: Kolkata Babughat Bus Stand / Kolkata Esplanade Bus Stand -গুলির প্রতিটিতে ৩ জন করে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীকে গুছিয়ে কথা বলতে জানতে হবে।

বয়স সীমা

উক্ত পদে আবেদন করতে, ০১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। উক্ত বিভাগে কর্মরত প্রার্থীদের ৫ বছরের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীকে ১২,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

পদের নাম

Child Helpline Supervisor

মোট শূন্যপদ

২১ জেলার A ক্যাটাগরি এর অন্তর্ভুক্ত প্রতিটি জেলায় ৩ জন ও B ক্যাটাগরি এর অন্তর্ভুক্ত প্রতিটি জেলায় ৪ জন করে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও,

Railway Stations: New Jalpaiguri /Kharagpur/Alipurduar/Malda/Asansol/Howrah/Sealdah এবং

Bus Stands: Kolkata Babughat Bus Stand / Kolkata Esplanade Bus Stand -গুলির প্রতিটিতে ৩ জন করে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে Social Work / Computer Sciences / Information Technology/ Community Sociology/Social Sciences বিষয়ে স্নাতক উত্তীর্ন হয়ে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে কাজ করতে জানতে হবে।

বয়স সীমা

উক্ত পদে আবেদন করতে, ০১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। উক্ত বিভাগে কর্মরত প্রার্থীদের ৫ বছরের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীকে ১৮,৫৩৬ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

পদের নাম

Counselor

মোট শূন্যপদ

২১ জেলার প্রতিটি CHL সেন্টারে একজন করে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে Social Work/Sociology/Psychology/ Public Health/Counselling বিষয়ে স্নাতক উত্তীর্ন হওয়ার পাশাপাশি উক্ত বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে কাজ করতে জানতে হবে।

বয়স সীমা

উক্ত পদে আবেদন করতে, ০১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। উক্ত বিভাগে কর্মরত প্রার্থীদের ৫ বছরের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীকে ১৮,৫৩৬ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

পদের নাম

Project Coordinator

মোট শূন্যপদ

২১ জেলার প্রতিটি CHL সেন্টারে একজন করে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে Social Work/Sociology/ Child Development/Human Rights Public Administration /Psychology/Psychiatry/ Law/ Public Health /Community Resource বিষয়ে স্নাতক উত্তীর্ন হওয়ার পাশাপাশি বিজ্ঞপ্তিতে দেওয়া বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য অথবা, উল্লেখ্য বিষয়গুলিতে শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট হতে হবে। সেইসাথে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে কাজ করতে জানতে হবে।

বয়স সীমা

উক্ত পদে আবেদন করতে, ০১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। উক্ত বিভাগে কর্মরত প্রার্থীদের ৫ বছরের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীকে ৩৫,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

  • উল্লেখ্য বিষয়ে প্রাপ্ত নম্বর
  • মৌখিক পরীক্ষা
  • কম্পিউটার টেস্ট (যেসব পদে দরকার)

আবেদন পদ্ধতি

উল্লেখ্য সবকয়টি পদের জন্য সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য-

চাকরির খবর- মাধ্যমিক পাশে পোস্ট অফিসে ডাক সেবক নিয়োগ

Women & Child Development and Social Welfare, Government of West Bengal, এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbcdwdsw.gov.in -এ যেতে হবে। তারপর, হোমপেজে থাকা আবেদনের লিংকে (Apply Now) ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনের সময় সমস্ত ডকুমেন্টসগুলির ছবিও আপলোড করতে হবে।

২১ টি জেলার নাম

জেলা (Category A) : Darjeeling/ Kalimpong /Jalpaiguri/Cooch Behar/ Alipurduar/Uttar Dinajpur / Dakshin Dinajpur /Malda/ Nadia/Purulia/Bankura/Paschim Bardhaman /Purba Bardhaman/Birbhum/ Hooghly /Kolkata/ Paschim Medinipur/Howrah.

জেলা (Category B) : Murhidabad/North 24 Parganas/South 24 Parganas.

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিRead Now
আবেদনের লিংকApply Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here