YouTube News – এবার থেকে বিজ্ঞাপন ছাড়া দেখতে পারবেন ইউটিউব।

YouTube News - এবার থেকে বিজ্ঞাপন ছাড়া দেখতে পারবেন ইউটিউব।
YouTube News - এবার থেকে বিজ্ঞাপন ছাড়া দেখতে পারবেন ইউটিউব।

ইউটিউব এখন আমাদের অনেকেরই নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। তবে এ ক্ষেত্রে কিছুক্ষণ পরপর বিজ্ঞাপনের অত্যাচার বেশ যন্ত্রণাদায়ক হয়ে পড়ে। কাজের ভিডিও দেখার মাঝে বা প্রিয় গান চলার সময় কাপড় ধোয়ার সাবান বা রান্নার মশলার বিজ্ঞাপন এসে বাধা দেয়, তবে মনোযোগ ও মেজাজ–দুটোই বিগড়ে যায়।ইউটিউবে মাথাচাড়া দিয়ে ওঠা এসব বিজ্ঞাপনের বিভিন্ন ধরন রয়েছে। এর মাঝে ‘স্কিপ’ করা যায় এমন বিজ্ঞাপন যেমন আছে, তেমনি আছে ‘নন স্কিপেবল’ বিজ্ঞাপনও।

এছাড়াও থাকে ‘মাস্টহেড’, ‘আউটস্ট্রিম’ ইত্যাদি বিজ্ঞাপন। সব ‘অ্যাড ব্লকিং’ সমাধান কিন্তু সব ধরনের বিজ্ঞাপন আটকাতে সক্ষম হয় না, তাই কিছু বিজ্ঞাপন আলাদা করে ‘স্কিপ’ বাটন ক্লিক করার মাধ্যমেই সরাতে হবে।

এর জন্য অবশ্য বিভিন্ন অ্যাড ব্লকিং সমাধান আছে। তবে এর মধ্যে স্কাই টিউব ও নিউপাইপ অন্যতম কার্যকর অ্যাড ব্লকিং অ্যাপ। এছাড়াও রয়েছে অ্যাডওয়ে, অ্যাডব্লক প্লাস, অ্যাডগার্ড ইত্যাদি অ্যাপ। এই অ্যাপগুলো ‘রুটেড’ ও ‘নন-রুটেড’, উভয় ধরনের ডিভাইসেই কাজ করে থাকে।

এগুলো মূলত ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে চালু করা থাকে এবং একপ্রকার ব্রাউজার এক্সটেনশনের মতোই এদের কার্যকারিতা। অ্যাপগুলো একবার চালু করার পর অ্যাড ব্লকের কাজ নিজে থেকেই করতে থাকে। ইউটিউব বা ওয়েব ব্রাউজারের বিজ্ঞাপনের আগ্রাসন থেকে বাঁচতে বিনামূল্যে এবং সাবস্ক্রিপশন ফিসহ, দুভাবেই এসব অ্যাপ ফোন বা কম্পিউটারে ইন্সটল করে নিতে পারেন। সরাসরি অ্যাড ব্লকার ব্যবহার না করে ব্রাউজার এক্সটেনশেনও ব্যবহার করে পারেন।

তবে ব্রাউজারের ধরন অনুযায়ী এর কার্যকারিতায় তারতম্য আসে। অ্যাড ব্লকিং ব্রাউজার এক্সটেনশনগুলোর মধ্যে অ্যাডব্লক অন্যতম। কীভাবে বিজ্ঞাপন ‘ব্লক’ করা হবে, সেটি ব্যবহারকারী তার সুবিধা অনুযায়ী কাস্টোমাইজও করে নিতে পারেন। চাইলে ‘পজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে সাময়িকভাবে অ্যাড ব্লকার স্থগিত রাখাও সম্ভব।

কম্পিউটার এবং রিমোট সার্ভারের মধ্যে ভিপিএন একটি সম্পূর্ণ ‘এনক্রিপ্টেড টানেল’ তৈরি করে। এতে করে ব্যবহারকারীর প্রকৃত অবস্থান গোপন থাকে এবং ইন্টারনেটে তার কার্যক্রমের কোনো হদিস বের করাটা আইএসপি পক্ষে সম্ভব হয় না। শুধু তাই নয়, অনাকাঙ্ক্ষিত সব বিজ্ঞাপনের আগমন রুখে দিতেও ভিপিএন বেশ ভালো ভূমিকা রাখতে পারে। অ্যাড ব্লকিং সুবিধা রয়েছে, এমন কয়েকটি ভিপিএন হচ্ছে- নর্ড ভিপিএন, সার্ফ শার্ক, এক্সপ্রেস ভিপিএন, সাইবার গোস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here