হ্যান্ড টুলস্ – Hand Tools
বিভিন্ন হ্যান্ড টুলস: দৈহিক শক্তির প্রয়োগের মাধ্যমে কারিগরি ক্ষেত্রে যে সমস্ত টুল্স্ ব্যবহার করা হয় তাহাকেই হ্যান্ড টুলস্ বলে । ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানগণ হাতে-কলমে কাজ করিয়া থাকেন । সুতরাং, ইঞ্জিনিয়ার বা দক্ষ টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল কোন কনস্ট্রাকশন বা রক্ষণাবেক্ষণ কাজ সঠিক ও সুষ্ঠুভাবে সমাধান করিতে হইলে হ্যান্ড টুলসের একান্ত প্রয়োজন আছে । হ্যান্ড টুলস্ ছাড়া কারিগরি কোন কাজ করা সম্ভব নয় ।
হ্যান্ড টুলস্ রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা
কারিগরি ক্ষেত্রে হ্যান্ড টুল্স্ এর যেমন প্রয়োজন আছে, তেমনই ইহা রক্ষণাবেক্ষণ -এরও গুরুত্ব আছে । হ্যান্ড টুল্স্ রক্ষণাবেক্ষণ না করিলে ইহার কার্যক্ষমতা নষ্ট হইয়া যায় । ফলে কোন কাজ সঠিক ও নৈপুন্যতার সহিত সমাধান করা যায় না । বিধায়, ইঞ্জিনিয়ারিং কোন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করিতে হইলে, সাধারণ হ্যান্ড টুল্সের রক্ষণাবেক্ষণ একান্ত অপরিহার্য । ভাল হ্যান্ড টুল্স ছাড়া দক্ষতার সহিত কাজ করা সম্ভব নয় ।
বৈদ্যুতিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস্ ও ইকুইপমেন্টস এর নাম এবং যে সমস্ত কাজে ব্যবহৃত হয় তাহার বর্ণনা নিম্নে দেওয়া হলো
বিভিন্ন হ্যান্ড টুলস এর ব্যবহার ও ছবি
1. মেজারিং টেপ (Measuring Tape):
ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এবং কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সঠিকভাবে নিরূপণ করিবার জন্য মেজারিং টেপ ব্যবহার করা হয় ।
2. মাইক্রোমিটার (Micrometer):
ইহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ব্যবহার করা হয় । ইহার সাহায্যে তারের ডায়ামিটার ও জি. আই. সীটের পুরুত্ব সঠিকভাবে নির্ণয় করা যায় ।
3. ফিলার গেজ (Filer Gauge):
ইহা সূক্ষ্ম ক্লিয়ার্যান্স পরিমাপ করিবার জন্য ফিলার গেজ ব্যবহার করা হইয়া থাকে । ইহার দ্বারা রোটর ও স্টেটর এর মধ্যে এয়ার-গ্যাপ নির্ণয় করা যায় ।
4. আউট সাইড ক্যালিপারস্ (Out Side Calipers):
ইহার সাহায্যে কোন গোলাকার বস্তুর বাহিরের ডায়ামিটার পরিমাপ করা যায় । তাহা ছাড়া স্টীল রুল হইতে মেজারমেন্ট স্থানান্তর করা যায় ।
5. ইনসাইড ক্যালিপারস্ (In Side Calipers):
ইহার সাহায্যে কোন ছিদ্রযুক্ত গোলাকার বস্তুর ডায়ামিটার ও স্লটের প্রস্থ পরিমাপ করা যায় । তাহা ছাড়া স্টীল রুল হইতে পরিমাপ স্থানান্তর করা যায় ।
6. স্প্রিং ডিভাইডার (Spring Divider):
ইহার দ্বারা দুই বিন্দুর মধ্যে দূরত্ব পরিমাপ করা যায় এবং ডিভাইডার দ্বারা স্বীল রুল হইতে দূরত্ব পরিমাপ করিয়া স্থানান্তর করা যায় । তাহা ছাড়া ধাতব পদার্থের উপরিভাগে বৃত্ত ও বৃত্তাংশ অংকন করা যায় ।
7. ডায়াগোনাল কাটিং প্লায়ার্স (Diagonal Cutting Pliers):
ইহা একটি হ্যান্ড টুল্স্, যাহা সরু তার কর্তন করিবার জন্য ব্যবহৃত হইয়া থাকে ।
8. ফ্লাট নোজ প্লায়ার্স (Flat Nose Pliers):
ইহার সাহায্যে তারকে এবং ধাতুর সিটকে বিভিন্ন আকৃতি দেওয়া যায় ।
9. রাউন্ড নোজ প্লায়ার্স (Round Nose Pliers):
ইহার সাহায্যে তার রিং করা যায় এবং ছোট খাট কাজের জন্য ইহা ব্যবহৃত হইয়া থাকে ।
10. কম্বিনেশন প্লায়ার্স (Combination Pliers):
ইহা একটি ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ হ্যান্ড, টুল্স্ । ইহার সাহায্যে তার কর্তন করা ও মোচড়ানো হয় । তাহা ছাড়া সরু য়ামিটারের পাইপ ধরা যায় ।
11. স্লিপ জয়েন্ট প্লায়ার্স (Slip Joint Pliers):
ইহা একটি হ্যান্ড টুলস্ । ইহার সাহায্যে সাধারণত কন্ডইট পাইপ ও ক্যাবল ধরা এবং বাঁকানো যায় ।
12. মাঙ্কি রেঞ্চ (Monkey Wrench):
ইহা ফ্লাট, স্কয়ার, রাউন্ড ও রেকটএ্যাংগুলার আকৃতির নাট-বোল্ট ধরা, খোলা ও লাগানোর জন্য ব্যবহার হইয়া থাকে ।
13. ক্রিমপিং প্লায়ার্স (Crimping Pliers):
ইহা একটি হ্যান্ড টুল্স্ । ইহার সাহায্যে বিভিন্ন ধরনের ক্যাব্লে টার্মিনাল ল্যাস (Lugs) চাপের মাধ্যমে লাগানো যায় ।
14. ক্যাবল কাটার (Cable Cutter):
ইহা দ্বারা নরম অথবা মোটাগেজের রড, বোল্ট, চেইন ও ক্যাবল চাপের মাধ্যমে কর্তন করিবার কাজে ব্যবহৃত হইয়া থাকে ।
15. স্ক্রু ড্রাইভার (Screw Driver):
ইহা ইলেকট্রিক্যাল কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ হ্যান্ডটুলথথস্ । ইহার দ্বারা উডেন স্ক্রু ও মেশিন স্ক্রু লাগানো এবং খোলা যায় ।
16. অফসেট স্ক্রু ড্রাইভার (Offset Screw Driver):
ইহা একটি হ্যান্ড টুল্স্ । ইহার দুই মাথা ৯০° ডিগ্রী কোণে বাঁকানো থাকে । যেখানে সোজা স্ক্রু ড্রাইভার ব্যবহার করা যায় না, সেইখানেই এই ধরনের স্ক্রু- ড্রাইভার ব্যবহার করা হয় ।
17. ফিলিপস স্ক্রু -ড্রাইভার (Philips Screw Driver):
ইহা একটি হ্যান্ড টুল্স্ । ইহার দ্বারা স্টার আকৃতি বিশিষ্ট স্ক্রু খোলা ও লাগানো যায় । যে স্ক্রুর হেডক্রস আকারে কাটা তাহাকে ফিলিপস্ হেড স্ক্রু- ও বলে ।
18. ফ্লেক্সিবল ব্রেড স্ক্রু ড্রাইভার (Flexible Blade Screw Driver):
যেখানে সোজা স্ক্রু- ড্রাইভার ব্যবহার করা যায় না, সেইখানে এই ধরনের স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হইয়া থাকে ।
19. কার্পেন্ট্ৰী ব্রেস (Carpentry Brace):
ইহা একটি হ্যান্ড টুল্স্ । ইহার সাহায্যে উডেন স্ক্রু লাগানো ও খোলা যায় । তাহা ছাড়া ইহার মাথায় বিট লাগাইয়া কাঠ ছিদ্র করা যায় ।
20. ওয়্যার গেজ (Wire Gauge):
ইহার সাহায্যে তারের ডায়ামিটার ও সীটের পুরুত্ব নির্ণয় করা যায় ।
21. ফাইল (File):
ইহা একটি ইঞ্জিনিয়ারিং হ্যান্ড টুল্স্ । ইহা শক্ত কার্বন স্টীল দ্বারা তৈয়ারি করা হইয়া থাকে । ইহার সাহায্যে ধাতব পদার্থের উপরিভাগ ক্ষয় ও মসৃণ করা যায় । বিভিন্ন ধরনের ফাইল বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হইয়া থাকে ।
22. রিমার্স (Reamers):
ইহার সাহায্যে ড্রিল করা যায় না । কিন্তু ড্রিলযুক্ত ছিদ্রের অভ্যন্তরে মসৃণ করা যায় ।
23. ক্রপীন হ্যামার (Crosspeen Hammer):
ইহা একটি ইঞ্জিনিয়ারিং হ্যান্ড টুল্স্ । ইহার মাথা ফ্লাট এবং অপর প্রান্ত ক্রস করা থাকে । ইহা দেওয়ালের গ্রুপ কর্তন করিতে সহায়তা করে । তাহা ছাড়া মেটালকে প্রয়োজনীয় আকারে ভাঁজ করিবার জন্য ব্যবহৃত হইয়া থাকে ।
24. বলপীন হ্যামার (Ballpeen Hammer):
ইহা একটি হ্যান্ড টুল্স্ । ইহার দ্বারা মেটালিক পদার্থকে পিটাইয়া বাড়ানো যায় ও বিভিন্ন আকারে ভাঁজ । করা যায় । তাহা ছাড়া রিভেট বসানোর কাজেও ব্যবহার করা হইয়া থাকে ।
25. ক্লো হ্যামার (Clow Hammer):
ইহার মাথা সমান এবং অগ্রভাগ কাকের পায়ের মত চেরা । বিধায়, ইহার দ্বারা খুব সহজেই তারকাটা বসানো ও উত্তোলন করা যায় ।
26. সট্ হ্যামার (Soft hammer):
ইহা কাঠ, প্লাষ্টিক, কপার, লীড, এ্যালুমিনিয়াম এবং হ্রাস দ্বারা তৈয়ারি করা হয় । যেখানে মেটালিক হ্যামার ব্যবহার করিলে ক্ষতি হইতে পারে, সেখানে ইহা ব্যবহার করা হইয়া থাকে ।
27. কার্পেন্ট্ৰী চিজেল (Carpentry Chisel):
ইহার দ্বারা কাঠের জয়েন্টের খাঁজ কর্তন করা যায় । ইহা বিভিন্ন সাইজের হইয়া থাকে ।
28. হ্যাক্স (Hacksaw):
ইহা একটি সাধারণ ইঞ্জিনিয়ারিং হ্যান্ড-টুল্স । ইহার ফ্রেমকে ছোট বড় করা যায় । ইহার দ্বারা মেটালিক পদার্থকে বিভিন্ন সাইজে কর্তন করা যায় ।
29. জুনিয়র হ্যাক্স (Junior Hack saw):
ইহার দ্বারা নমনীয় জাতীয় মেটালিক পদার্থ কর্তন করা যায় । যেমন- তার, পিন, কম ডায়ামিটারের পাইপ ।
30. ব্যাক ‘স’ (Backsaw):
ব্যাক ‘স’ দ্বারা ছোট ধরনের কোন বস্তুকে সঠিকভাবে কর্তনের জন্য ব্যবহার করা হইয়া থাকে । বিশেষ করিয়া কাঠের স্লট এবং ব্যাটেন কর্তন করিবার জন্য ব্যবহার করা হইয়া থাকে ।
31. কোল্ড চিজেল (Cold Chisel):
এই চিজেল দ্বারা সাধারণত মেটাল ও পাথরের সার্ফেস -এর উপরিভাগ চিপিং করা যায় এবং মেটাল শীট ও প্লেট কর্তন করা যায় ।
32. সেন্টার পাঞ্চ (Centre Punch):
ইহা একটি হ্যান্ড টুলস্ । ইহার দ্বারা ড্রিল করিবার সময় ছিদ্রের কেন্দ্র বিন্দুকে চিহ্নিত করা যায় এবং মার্কিং করা যায় ।
33. স্ক্রাইবার (Scriber):
কোন মেটালিক অথবা নন্মেটালিক সিটের উপর আঁচড় দিয়া মার্কিং করিবার কাজে, ইহা ব্যবহার করা হইয়া থাকে ।
34. ট্রাই-স্কোয়ার (Try-Square):
নিম্নলিখিত কাজের জন্য ট্রাই-স্কোয়ার ব্যবহৃত হয় ।
যথা-
(ক) গাইড লাইনের ৯০° ডিগ্রী কোণে এ্যাঙ্গেল করিয়া কাজ করিবার জন্য ব্যবহার হয় ।
(খ) ৯০০ ডিগ্রী কোণ পরীক্ষা করিবার জন্য ট্রাই-স্কোয়ার ব্যবহার করা হয় ।
(গ) জব সেটিং করিবার এর কাজে, ইহা ব্যবহার করা হইয়া থাকে ।
35. বেঞ্চ ভাইস (Bench Vice):
ইহা একটি ইঞ্জিনিয়ারিং ভাইস্ । ইহার দ্বারা পাইপ, স্টীল, কন্ডুইট পাইপ এবং রাউন্ডবার খাড়াভাবে ধরিবার জন্য ইহা ব্যবহার করা হইয়া থাকে । তাহা ছাড়া ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কাজের জন্য, ইহার সাহায্য নেওয়া হইয়া থাকে ।
36. সেলফ্ লকিং হিঞ্জড পাইপ ভাইস (Self Locking Hinged Pipe Vice):
এই ধরনের ভাইসের ষ্ট্যান্ড ফোলডিং করা যায় । ইহার দ্বারা জি. আই. পাইপ আটকাইয়া জি. আই. পাইপের উপর প্যাঁচ কর্তনের জন্য ব্যবহার হইয়া থাকে ।
37. ওপেন এন্ড স্প্যানার (Open end Spanner):
বিভিন্ন সাইজের ওপেন এন্ড স্প্যানার বাজারে পাওয়া যায় । ইহার সাহায্যে বিভিন্ন সাইজের নাট ও বোল্ট খোলা ও লাগানো যায় ।
38. রিং-স্প্যানার (Ring-spanner):
রিং-স্প্যানার একটি ইউনিভার্সেল টাইপ স্প্যানার । ইহার দ্বারা বিভিন্ন সাইজের নাট ও বোল্ট খোলা লাগানো যায় ।
39. সি-ক্ল্যাম্প (C-Clamp):
সাধারণত যে কোন দুইটি বস্তুকে একত্রে শক্তভাবে আবদ্ধ করিবার কাজে সি-ক্ল্যাম্প ব্যবহার করা হইয়া থাকে ।
40. এ্যালেন্ কি (Allen key):
অল্প পরিসর জায়গাতে হেক্সাগোনাল ছিদ্রযুক্ত স্ক্রুকে, খোলা ও লাগানোর কাজে এ্যালেকি ব্যবহার করা হইয়া থাকে ।
41. পাইপ কাটার (Pipe Cutter):
ইহার দ্বারা পুরু গেজের ডায়ামিটারের পাইপ অথবা টিউব কর্তন করা যায় ।
42. স্লিপ (Snip):
ইহার দ্বারা পাতলা মেটালিক সিট কর্তন করা যায় । এই স্নিপ তিন ধরনের হইয়া থাকে । সোজা, বাঁকা এবং হাওক বিল স্নিপস্ ।
43. প্লাম্বব (Plumb Bob):
ইহা সাধারণত পিতলের দ্বারা তৈয়ারি করা হইয়া থাকে । ইহা মেশিনের লাইন শ্যাফ্ট এবং খাড়া লাইন পরীক্ষা করিবার জন্য ব্যবহার করা হইয়া থাকে ।
44. গ্রীস গান্ (Grease Gun):
বিয়ারিং এর মধ্যে প্রেসারের সাহায্যে গ্রীস দেওয়ার জন্য, ইহা ব্যবহৃত হইয়া থাকে ।
45. ওয়্যার স্ট্রিপার (Wire Striper):
তারের উপরের ইন্স্যুলেশন অপসারণ করিবার জন্য ওয়্যার স্ক্রিপার ব্যবহার করা হয় । ইহা বিভিন্ন ধরনের হইয়া থাকে । অনেক ওয়্যার ষ্টিপারের উপর প্লেটে গেজ নং দেওয়া থাকে । সেই গেজ নং অনুযায়ী তার ঢুকাইয়া চাপ দিয়া ইস্যুলেশন কাটিয়া অপসারণ করা হইয়া থাকে ।
46. পাইপ রেঞ্চ (Pipe Wrench):
ইহার সাহায্যে গোল জি. আই ও এম. এস পাইপকে ধরিয়া রাখা যায় এবং পাইপকে লাগানো এবং খোলা যায় ।
47. জিমলেট (Gimlet):
উড্রেন স্ক্রু বসানোর সুবিধার্থে পূর্বেই অল্প ছিদ্র করিবার জন্য জিম্লেট ব্যবহৃত হইয়া থাকে ।
48. হ্যান্ড ড্রিল মেশিন (Hand Drill Machine):
পাতলা মেটালিক সীট ও কাঠের উপর ছিদ্র করিবার জন্য হ্যান্ড drill মেশিন ব্যবহৃত হইয়া থাকে ।
49. রাওয়াল টুল (Rowal Tool):
ইহার দ্বারা কক্রিট দেওয়ালের মধ্যে রাওয়াল প্লাগ বসানোর সুবিধার্থে দেওয়ালে ছিদ্র করিবার কাজে রাওয়াল টুল ব্যবহার করা হইয়া থাকে ।
50. স্পিরিট লেভেল (Spirit Level):
আড়াআড়ি ও খাড়াই লেভেল সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করিয়া মেশিনপত্র ও ওয়্যারিং স্থাপন করিবার ক্ষত্রে ইহা ব্যবহৃত হইয়া থাকে ।
51. পুলি পুলার (Pully Puler)
কোন মেশিন অথবা ইঞ্জিনের বিয়ারিং ও পুলি খুলিবার জন্য পুলি পুলার ব্যবহার করা হইয়া থাকে ।
52. ইলেকট্রিশিয়ান চাকু (Electrician’s Knife):
ইহার দ্বারা তারের ইন্স্যুলেশন অপসারণ ও স্কেপিং করিবার জন্য ইলেকট্রিশিয়ান চাকু ব্যবহার করা হইয়া থাকে ।
53. নিয়ন টেস্টার (Neon Tester):
ইলেকট্রিক লাইনের ফেজ তার টেস্টের মাধ্যমে সনাক্ত করিবার জন্য, নিয়ন টেস্টার ব্যবহার করা হইয়া থাকে ।
54. টেস্ট ল্যাম্প (Test Lamp):
বৈদ্যুতিক মেশিন, অ্যাপ্লায়্যান্স ও হাউজ ওয়্যারিং এর আর্থ লাইন, ওপেন-সার্কিট, সর্ট-সার্কিট ও আর্থ ত্রুটি পরীক্ষা-নিরীক্ষা করিবার জন্য টেস্ট ল্যাম্প ব্যবহার করা হইয়া থাকে । তাহা ছাড়া অবিচ্ছিন্নতা পরীক্ষা করাও যায় ।
55. কাউন্টার সিঙ্ক (Counter Sink):
ড্রিল যুক্ত জবের বাবরি পরিষ্কার এবং স্ক্রুর হেড বা রিভেট হেড বসানোর জন্য কাউন্টার সিঙ্ক ব্যবহার করা হইয়া থাকে ।
56. স্ক্রেপার (Scraper):
কনকেভ সিলিড্রিক্যালের উপরিভাগ পরিষ্কার করিবার জন্য, ইহা ব্যবহার করা হইয়া থাকে ।
57. হেক্সাগোনাল বক্স স্প্যানার (Hexagonal Box Spanner):
হেক্সাগোনাল টাইপ নাট ও বোন্ট খোলা এবং লাগানোর কাজে, ইহা ব্যবহার করা হইয়া থাকে ।
58. এ্যাভোমিটার (Avometer):
ইহার সাহায্যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স সঠিকভাবে নির্ণয় করা যায় । তাহা ছাড়া ট্রানজিস্টর, ডায়োড ও ক্যাপাসিটর ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করাও যায় ।
59. মেগার (Megger):
মেগার দ্বারা ইন্স্যুলেশন রেজিস্ট্যান্স ও নিরবিচ্ছিন্নতা পরীক্ষা করা যায় । দুই ধরনের যেগার বাজারে পাওয়া যায় । যথা- হ্যান্ড জেনারেটর টাইপ মেগার ও ইলেকট্রোনিকস্ টাইপ মেগার ।
60. ফ্রিকোয়েন্সী মিটার (Frequency Meter):
ফ্রিকোয়েন্সী মিটার দ্বারা এ.সি সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সী পরিমাপ করা যায় ।
61. ডোন্ট মিটার (Volt Meter):
ভোল্ট মিটার দ্বারা জেনারেটিং স্টেশনের উৎপাদিত ভোল্টেজ ও সাপ্লাই লাইনের ভোল্টেজ সরাসরি পরিমাপ করা যায় ।
62. এ্যামপিয়ার মিটার (Ampere Meter):
এ্যামপিয়ার মিটার দ্বারা লোডের ও সার্কিটের কারেন্ট, এ্যামপিয়ার এককে পরিমাপ করা যায় ।
63. ওয়াট মিটার (Watt Meter):
ওয়াট মিটার দ্বারা লোডের প্রকৃত ওয়াট ও সার্কিটের পাওয়ার নির্ণয় করা যায় ।
64. এনার্জি মিটার (Energy Meter):
আবাসিক, কলকারখানা ও সাব-স্টেশনের বৈদ্যুতিক পাওয়ার নির্দিষ্ট সময় ধরিয়া কত খরচ হইতেছে তাহা একক ইউনিটে পরিমাপ করিবার জন্য এনার্জি মিটার ব্যবহার করা হইয়া থাকে ।
65. টং টেস্টার বা ক্লিপ অন টেস্ট মিটার (Tong Tester or clip on Test meter):
বৈদ্যুতিক তারের উপর শুধু টং টেস্টার স্থাপন করিয়া বৈদ্যুতিক কারেন্ট নির্ণয় করা যায় । এই টং টেস্টার ইলেকট্রোনিকস্ টাইপ ও মুভিং আয়রণ টাইপ বাজারে পাওয়া যায় ।
66. টেকোমিটার (Tacho meter):
ইহার দ্বারা মোটর ও ইঞ্জিনের প্রতি মিনিটে ঘূর্ণায়ন-গতি কত তাহা পরিমাপ করা যায় ।
67. সোন্ডারিং আয়রণ (Soldering Iron):
ইলেকট্রিক তার এর জয়েন্ট, ঝালাই করিবার জন্য সোল্ডারিং আয়রণ ব্যবহার করা হইয়া থাকে ।
68. পাওয়ার ফ্যাক্টর মিটার (Power Factor Meter):
এ.সি ভোল্টেজ ও কারেন্ট এর মধ্যে কোসাইন কোণ পরিমাপ করিবার জন্য পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হইয়া থাকে ।
69. টেস্ট বোর্ড (Test Board):
ইহার দ্বারা মেশিন, অ্যাপ্লায়্যান্স ইত্যাদির সর্ট সার্কিট, ওপেন-সার্কিট ও গ্রাউন্ড টেস্ট করা যায় ।
70. গ্রাউলার (Growler):
ইহার দ্বারা আর্মেচারের ওপেন-সার্কিট, সর্ট-সার্কিট ও গ্রাউন্ড টেস্ট করা যায় ।
71. ফেজ সিকোয়েন্স (Phase Sequence):
ইহার দ্বারা এ.সি লাইনের পোলারিটী সঠিকভাবে নির্ণয় করা যায় ।
72. সোল্ডারিং ইউনিট (Soldering Unit):
ইহার সাহায্যে মোটা গেজের তার খুব অল্প সময়ের মধ্যে ওয়েলডিং এর ন্যায় শক্তভাবে ঝালাই করা যায় ।
73. ইলেকট্রিক পাওয়ার ড্রিল মেশিন (Electric Power Drill Machine):
ইহার দ্বারা মেটালিক পাতলা সীট এবং কনক্রিট দেওয়াল ছিদ্র করা যায় ।
74. ট্যাপ (Tap):
ছিদ্রের মধ্যে প্যাঁচ কর্তনের জন্য, ইহা ব্যবহার করা হইয়া থাকে ।
75. ডাই এন্ড স্টক (Die & Stock):
ইহা একটি হ্যান্ড টুল্স্ । পাইপ অথবা টিউবের বাহিরের অংশের প্যাঁচ কর্তনের জন্য ব্যবহার করা হয় । ইহা বিভিন্ন সাইজের হইয়া থাকে এবং স্টকের সাহায্যে ডাই ধরিয়া রাখে ।
76. গ্রীপ ভাইস (Grip Vice):
ইহা একটি হ্যান্ড টুলস্ ইহার দ্বারা তার বা মেটাল সীটকে শক্তভাবে ধরিয়া রাখা যায় ।
77. হ্যান্ড ব্লোয়ার (Hand Blower Electric):
ইহার দ্বারা মেশিনপত্রের ধূলাবালি পরিষ্কার করা হইয়া থাকে ।
78. ওয়াইন্ডিং মেশিন (Winding, Machine):
ইহার সাহায্যে মোটরের বিভিন্ন সাইজের কয়েল তৈয়ারি করা যায় । বিভিন্ন ধরনের ওয়াইণ্ডিং মেশিন বাজারে পাওয়া যায় ।
79. কানেকটিং (Connecting Screw Driver):
ড্রাইভার ইহা একটি হ্যান্ড টুল্স । ইহার সাহায্যে সুইচ, সকেট, হোল্ডার ইত্যাদির সংগে তার সংযোগ দেওয়া হয় ।
80. এ্যাড্জাস্টেবল রেঞ্চ (Adjustable Wrench):
ইহার সাহায্যে বিভিন্ন সাইজের নাট-বোল্ট খোলা ও লাগানো যায় এবং বাজারে বিভিন্ন সাইজের এ্যাড্জ়াষ্টেবল রেঞ্চ পাওয়া যায় ।
81. কাঁটি (Scissor):
ইহার সাহায্যে কাগজ, লেদার ওয়েড পেপার, এ্যাম্পিয়ার ক্লথ, এ্যাম্পিয়ার টিউব, কটন, টেপ ইত্যাদি কর্তন করা যায় ।
82. স্ক্রিপিং টুইজার (Stripping Tweezers):
ইহার দ্বারা তামা, এ্যালুমিনিয়াম ও সুপার এনামেল তারের উপরের ইন্স্যুলেশন ভালভাবে পরিষ্কার করা হইয়া থাকে ।
83. ডায়াল গেজ (Dialgauge):
এম. জি. সেট অর্থাৎ মোটর জেনারেটর কাপলিং এর সময় এ্যালাইন্মেন্ট (Alignment) করার জন্য ডায়াল গেজ ব্যবহার করা হইয়া থাকে ।