Union Public Service Commission (UPSC) Recruitment 2023- কেন্দ্র সরকারের চাকরির খবর: গোটা দেশ তথা পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের Scientist B, Junior Scientific Officer & Other posts Recruitment 2023 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Master’s degree পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি নম্বর:– 19/2023
আবেদন শুরুর তারিখ:– 10th October 2023
আবেদন শেষের তারিখ:- 27th October 2023
নিয়োগকারী সংস্থার চাকরির বিবরণ
আবেদনের পদ্ধতি:– Online
নিয়োগকারী সংস্থা:-
Union Public Service Commission (UPSC)
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারেন।
পদের নাম:- Scientist B, Junior Scientific Officer & Other posts পদ
কর্মস্থল:– সমগ্র ভারত জুড়ে
মোট শূন্যপদ:- 52 টি
আরও পড়ুন- আয়ুষ মন্ত্রকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
বয়সসীমা:- প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় সরকারী নিয়মানুসারে।
শিক্ষাগত যোগ্যতা:- Master’s degree পাশ
আবেদন মূল্য:-
GEN, EWS & OBC (NCL) Category প্রার্থীদের জন্য Rs. /- টাকা SC/ST/PWBD/EXS Category প্রার্থীদের জন্য কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না।
অফিসিয়াল ওয়েবসাইট: www.upsc.gov.in
অফিসিয়াল নোটিশ- Click Here
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-
আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-
◾ Written Test.
◾ Document Verification.
◾ Interviews