দেখেনিন এইভাবে বিনাপয়সায় বিদেশে ভ্রমণ করা যায়! – How to Travel Without Money in Bengali

দেখেনিন এইভাবে বিনাপয়সায় বিদেশে ভ্রমণ করা যায়! - How to Travel Without Money in Bengali
দেখেনিন এইভাবে বিনাপয়সায় বিদেশে ভ্রমণ করা যায়! - How to Travel Without Money in Bengali

ঘোরাঘুরি করতে কে না পছন্দ করে। আমদের দেশে সবাই ঘুরতে পছন্দ করে। তাদের মধ্যে সেরা ভ্রমণ পিপাসু হলো বাঙালি জাতি।

আমদের প্রত্যেক বাঙালি পরিবারের লোকজন কমবেশি একবার বছরে ভ্রমণ করে থাকে। সেটা পাহাড় হোক বা পর্বত,নদী হোক কি সমুদ্র সৈকত ,ঘুরতে যাওয়া চাই। কিন্তু সবসময় ঘুরতে যাওয়া সম্ভব হয়না কারণ হলো অর্থ। পর্যাপ্ত অর্থ না থাকলে ঘুরতে যেতে কেই বা পছন্দ করে। তাই এই সমস্যা সমাধান করার জন্য অনেক উপায় বেরিয়েছে। আমি আজকে এমন কিছু সংস্থার নাম আপনাদের বলবো যারা মাসিক কিস্তিতে আপনাদের ঘুরতে যেতে সাহায্য করবে। মানে আগে ঘুরে আসবেন পরে পয়সা দেবেন।

জেস্ট মানি – Zest Money:

এইটি একটি জনপ্রিয় সোশাল অ্যাপ।যেখান থেকে আপনি ট্রেন , এয়ারলাইন,হোটেল বুক করতে পারেন।এই অ্যাপ থেকে আপনি মাসিক কিস্তিতে এয়ারলাইন টিকেট কাটতে পারবেন। এইজন্য আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে না।এছাড়াও এই অ্যাপ থেকে আপনি হোটেল বুকিং করতে পারেন ।এখানে ট্রেনের টিকিট হোক বা প্লেনের টিকিট, অথবা হোটেল বুকিং সব কিছু আপনি মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন। বিস্তারিত জানতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করে দেখে নিন।

বাজাজ ফিনসার্ভ কার্ড – Bajaj finserv:

যদি আপনার কাছে বাজাজ fin serve emi কার্ড থাকে ,তাহলে আপনি মাসিক কিস্তিতে ট্রাভেল করতে পারবেন।আপনি ৪লাখ টাকা অবধি ট্রাভেল লোন পাবেন।

মেক মাই ট্রিপ – Make My Trip:

এইটি খুব জনপ্রিয় একটা ট্রাভেল অ্যাপ।এর নাম সবাই শুনেছেন ।কারণ এরা টিভি তে প্রায়ই অ্যাড দিয়ে থাকে।আপনি এই অ্যাপ থেকেও EMI তে টিকেট বুক করতে পারেন। এছাড়াও এদের নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, যেখানে মাসিক কিস্তিতে ঘুরতে নিয়ে যাওয়া হয়। বিস্তারিত জানতে অ্যাপ ডাউনলোড করুন।

Sankash.in :

এটা হলো একটা ওয়েবসাইট যা আপনি সার্চ করলেই গুগল থেকে পেয়ে যাবেন।এই সাইটে কিন্তু মাসিক কিস্তিতে ঘুরতে নিয়ে যাওয়া হয়।আরো বিস্তারিত আপনি পাবেন www.sankesh.in থেকে।

Alternativeairlines

এখান থেকে আপনি ফ্লাইট এর টিকিট বুক করতে পারবেন তাও আবার মাসিক কিস্তিতে। এদের মূল মন্ত্র হলো fly now pay later। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন alternativeairlines.com।

উপসংহার :

এছাড়াও আরো অনেক অ্যাপ আছে যারা মাসিক কিস্তিতে ঘুরতে নিয়ে যায়। তাহলে এবার চিন্তাভাবনা করা বন্ধ করে ঘুরতে বেরিয়ে পড়ুন। এমন সুযোগ আর পাবেননা।

Also Read-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here