আমাদের সকলের জীবনেই টাকার দরকার। পৃথিবীতে বেঁচে থাকার অক্সিজেন হলো টাকা। টাকা ছাড়া জীবনে কোনো কিছু হয়না।
জীবনে সুখ, শান্তি, পেতে হলে দরকার লাগে টাকা। আপনি বিদেশে ঘুরতে যান বা দেশে ঘুরতে যান, টাকা ছাড়া আপনি কোথাও যেতে পারবেনা। তাইতো আজকালকার দিনে মানুষ টাকার পেছনে পড়ে থাকে। অল্প রোজগারে মানুষ খুশি হয়না। কারণ টাকা না থাকলে জীবনে আশা আখাংকা পূর্ণ হয়না। প্রয়োজনের থেকে যখন মানুষের জীবনে বেশি টাকা প্রয়োজন হয় তখন মানুষ কে লোন নিতে হয়। তবে লোন নিলে লোন শোধ করার ক্ষমতা থাকা দরকার। তানাহলে সুদ বেড়ে বেড়ে টাকার পরিমাণ বেশি হয়ে যায়। আগে লোন নিতে হলে অনেক ঝামেলা পোয়াতে হতো, যেমন সরকারি চাকরি করতে হবে,ব্যাবসা করলে ব্যাবসা রেজিস্ট্রেশন লাগবে, আরো অনেক।তবে এখন লোন নেওয়া খুব সহজ হয়ে গেছে। আপনি ৫ মিনিটে লোন পেয়ে যাবেন। লোন নিতে হলে কিছু ডকুমেন্টস থাকা দরকার। সেইগুলি হলো..
- Pan কার্ড
- আঁধার কার্ড ( ফোন নম্বর লিংক থাকা জরুরি)।
- অ্যাড্রেস প্রুফ
- ব্যাংক account details
Top Instant Loan App in India
যে অ্যাপ থেকে আপনি খুব সহজে লোন নিতে পারেন সেগুলি হলো
- নাভি ইন্ডিয়া লোন।
- Money ভিউ অ্যাপ।
- Paytm App।
- Mobikwik App।
- Khata Book App।
- ভারত পে অ্যাপ।
নাভি ইন্ডিয়া লোন
এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। অ্যাপটি ডাউনলোড করার পর, ফোন নম্বর দিয়ে রেজিষ্টার করতে হবে। রেজিষ্টার করার পর যদি লোন নিতে চান তাহলে Apply লোন অপশন এ ক্লিক করতে হবে।এর পর আপনার Pan কার্ডের ডিটেইলস দিতে হবে। Pan কার্ড ডিটেইলস দেওয়ার পর অ্যাপ ভেরিফাই করবে আপনি কত টাকা লোন পাওয়ার যোগ্য। তারপর আপনি আপনার পছন্দের Amount ও পরিশোধের সময় সিলেক্ট করে ক্লিক করুন। তারপর আপনার সেলফি দিতে হবে এবং ব্যাংক ভেরিফিকেশন হবে। কোন ব্যাংকে আপনি টাকা নেবেন এবং টাকা পরিশোধ করবেন সেটি লোন অ্যাপ ভেরিফিকেশন করবে। সব কিছু ভেরিফিকেশন হয়ে গেলে আপনার ব্যাংকে টাকা ঢুকে যায় ২৪ ঘণ্টার মধ্যে। এই অ্যাপ লোন নিতে গেলে কোনো প্রসেসিং চার্জ দিতে হয়না।
Money View অ্যাপ
এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপ প্রসেসিং চার্জ একটু বেশি হলেও কিন্তু লোন খুব তাড়াতাড়ি পাওয়া যায় এই অ্যাপ থেকে। এই অ্যাপের একটা ভালো দিক হলো যদি আপনি জানুয়ারি তে লোন পান তবে আপনাকে লোনের প্রথম কিস্তি মার্চে দিতে হবে। এদের কাস্টমার কেয়ার service খুব ভালো। যদি কেউ এই অ্যাপ থেকে লোন নিতে চান তাহলে নিতে পারেন। ১০০ % paperless লোন অ্যাপ হলো এইটি।
Paytm অ্যাপ
Paytm আমরা সবাই ব্যাবহার করি, ফোন রিচার্জ, Money ট্রান্সফার, বিল পেমেন্ট করার জন্য। আপনি জানেন Paytm business লোন দেয়। তাও আবার কম সুদে। আপনি যদি আপনার ব্যাবসায় Paytm QR ব্যাবহার করেন, তাহলে আপনিও লোনের জন্য এপ্লাই করতে পারবেন। এখানে আপনাকে repayment করতে হবে ডেইলি Basis। মানে আপনি QR কোড এ যা পেমেন্ট পাবেন ওখান থেকে আপনার টাকা কেটে নেওয়া হবে। এখানে লোন পেতে হলে আপনার KYC থাকা খুব জরুরী। এখন থেকে লোন এপ্লাই করার ২৪ ঘন্টা পর Paytm Excutive এসে আপনার ডকুমেন্টস ভেরিফাই করবে তারপর আপনি লোন পাবেন। এখানে আপনি লোন Preclosed করতে পারবেন।
Mobikwik অ্যাপ
এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপ Paytm এর মতই কাজ করে। এইটি ১০০% paperless লোন অ্যাপ। এখানেও প্রসেসিং চার্জ লাগে লোন নিতে গেলে। এখান থেকে লোন নিলে আপনাকে প্রতি মাসের ৫ তারিখ লোন এর টাকা Repayment করতে হয়।তবে সময়ের আগে লোন টাকা দিয়ে দিলে আপনার ক্রেডিট স্কোর ভালো হয়। লোন পাওয়ার প্রসেস উপরের অ্যাপ গুলির মতই।তবে এখানেও আপনি চাইলে লোন Preclosed করতে পারবেন।
Bharat Pe অ্যাপ
এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপ শুধু businessmen দের জন্য।করা bharat pe QR code ব্যাবহার করেন তারাই এইখানে লোনের জন্য এপ্লাই করতে পারবেন। তবে আপনার QR এ পেমেন্ট কালেকশন অনেক হতে হবে। মানে আপনার অ্যাপ এ মাসে ৩০০০ টাকার ওপর transection হলে আপনি লোন পাওয়ার যোগ্য। এইখান থেকে লোন পেতে হলে আপনাকে bharat pe এজেন্টের সাথে কথা বলতে হবে। *আরও অনেক অ্যাপ আছে যারা কম সুদে টাকা দেয়। গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন।
Khata Book App
এটাও একটি loan প্রদানকারী অ্যাপ। এই অ্যাপ এর ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন সাবেক ভারতীয় অধিায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এইখান থেকেও আপনি ইনস্ট্যান্ট লোন পাবেন তবে এক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোর ভালো হওয়া দরকার। এর অ্যাপ নিজস্ব অ্যাপ আছে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখেনিন।
উপসংহার:
*লোন নিতে হলে ভালো করে যাচাই করে তবেই নিন। কারুর কথা শুনে কখনোই লোন নেবেনা। লোন নিলে কিন্তু লোন দিতে হয়, তাই চিন্তা ভাবনা করে তবেই লোন নিন।
Also Read- Small Business Ideas