Today Weather Kolkata – সপ্তমীতে জোড়া ঘূর্ণাবর্ত, তিন জেলায় অঝোরে বৃষ্টি, কেমন থাকবে কলকাতা?

Today Weather Kolkata - সপ্তমীতে জোড়া ঘূর্ণাবর্ত, তিন জেলায় অঝোরে বৃষ্টি, কেমন থাকবে কলকাতা?
Today Weather Kolkata - সপ্তমীতে জোড়া ঘূর্ণাবর্ত, তিন জেলায় অঝোরে বৃষ্টি, কেমন থাকবে কলকাতা?

ষষ্ঠীর সন্ধ্যাতেও বৃষ্টিতে ভেসেছিল বাংলা। আর সপ্তমীর সকাল থেকে আকাশের মুখ ভার। সঙ্গে হালকা বৃষ্টি।

আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ছাতা মাথাতেই ঠাকুর দেখতে হতে পারে এবার। ঠিক কেমন থাকবে সপ্তমীর আবহাওয়া?

আবহাওয়ার দফতরের পূর্বাভাস অনুসারে শুধু তিন জেলায় নয়, দক্ষিণের কমবেশি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সেক্ষেত্রে পুজোর আনন্দ মাটি হতে পারে এদিন। বৃষ্টিতে ভাসতে পারে একাধিক এলাকা। তবে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস এদিন থেকেই।

আরও পড়ুন- বাম্পার অফার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে মূলত 5টি ফ্ল্যাগশিপ মডেলে, যেগুলো ইতিমধ্যেই বিক্রি হয়েছে

পুজোর মূল পর্ব শুরু হল যেদিন থেকে সেদিন থেকেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। সেই রোদ ঝলমলে আবহাওয়া একেবারে উধাও। সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতাতেও। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে?

আবহাওয়াবিদদের মতে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণবাত অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের আনাগোনা রয়েছে।

তবে সপ্তমীতেই দুর্যোগের শেষ এমনটা নয়। আবার একটি ঘূর্ণাবর্তের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর পূর্ব সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে খবর। আর দক্ষিণবঙ্গে এই ঘূর্ণাবর্তের জেরে ফের শুরু হতে পারে বৃষ্টি। ভিজতে পারে মণ্ডপ। মাটি হতে পারে পুজোর আনন্দ।

অষ্টমীতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আর উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি থাকবে নবমীতেও। দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় এমনকী জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here