আপনিও TET পরীক্ষার্থী হলে দেখে নিন পরীক্ষা নিয়ে খুঁটিনাটি তথ্য় : যেটির শেষ ফর্ম পূরণ 2017 সালে হয় এবং যার পরীক্ষা হয় 2021 সালে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ – West Bengal Primary Board কর্তৃপক্ষ 2022 সালে নতুন ভ্যাকান্সির নোটিশ জারি করে। যেটির মোট আসন সংখ্যা ছিল 11765 ।
প্রাইমারি টেট 2022 পরীক্ষাটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে 11 ডিসেম্বর সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 2022 টেট পরীক্ষায় প্রায় 7 লক্ষেরও বেশি চাকুরীপ্রার্থী বসবেন। এবারের টেট পরীক্ষাটি পশ্চিমবঙ্গ প্রাথমিক বোর্ড খুবই সতর্কতার সাথে পরিচালনা করতে চলেছে।
অবশেষে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড। Tet Admit Card Download – টেট এডমিট কার্ড ডাউনলোড দেওয়ার প্রক্রিয়া 28 নভেম্বরের পর থেকে শুরু হবে বলে পর্ষদের তরফ থেকে জানা গেছে।
টেট পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখা
– 767533 জন
টেট পরীক্ষার Total Centre
– 1456
পরীক্ষায় তদারকির কাজ করবেন
শিক্ষক ও অশিক্ষক কর্মী – 25000
পুলিশ – 27000
পরীক্ষাকেন্দ্রের 300 মিটারের মধ্যে 144 ধারা
কত থাকবে এবারে পাশ মার্কস?
জেনারেল – 150 তে 90 পাশ
সংরক্ষিত – 150 তে 82 পাশ
40 বছর অবধি যত খুশি ইন্টারভিউ এ সুযোগ
টেট পরীক্ষার গাইডলাইন
বায়োমেট্রিক ছাপ দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ
এক মাসের মধ্যেই দেওয়া হতে পারে টেটের রেজাল্ট
আরও দেখুন: প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি গুরুত্বপূর্ণ টিপস