District Health & Family Welfare Samiti, Recruitment 2023- এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ 2023
Employment No– DHFWS/ 49
Post Name : স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান।
Apply Process : ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ ইত্যাদি সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
Also Read- মাধ্যমিক পাশে বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মী নিয়োগ
Apply Date : 18 জানুয়ারি, 2023 থেকে 1 ফেব্রুয়ারি, 2023 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Application Fee : আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে 100/- টাকা এবং Reserved (SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে 50/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে Post Details
Post Name : স্টাফ নার্স,
Number Of Vacancy : 11 টি। (NHM, UHWC)
Education Qualification : ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM Nursing কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
Salary– প্রতিমাসে বেতন 25,000/- টাকা।
Age Limit– 1 জানুয়ারি, 2023 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
Post Name : কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA)
Number Of Vacancy : 21 টি। (NHM, UHWC)
Education Qualification : ইন্ডিয়ান নার্সিং কাউনসিলিং অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM/ ANM Nursing কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
Salary– প্রতিমাসে বেতন 13,000/- টাকা।
Age Limit– প্রার্থীর বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
Also Read- রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ
Post Name : ল্যাবরেটরি টেকনিশিয়ান।
Number Of Vacancy : 5 টি। (NHM, UHWC)
Education Qualification : যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Physics, Chemistry & Mathematics/ Biological Science নিয়ে উচ্চমাধ্যমিক পাশ সহ Laboratory Technology -তে Diploma করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
Salary– প্রতিমাসে বেতন 22,000/- টাকা।
Age Limit– প্রার্থীর বয়স 19 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
সব পদের বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি, 2023 তারিখ অনুযায়ী।
আরও বিশদে জনার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন