SSC Recruitment Notification 2023 – কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ

SSC Recruitment Notification 2022 - কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ
SSC Recruitment Notification 2022 - কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ

SSC Recruitment Notification 2023 – কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ

SSC Recruitment Notification 2023 – কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ: SSC Recruitment -এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে স্টাফ সিলেকশন কমিশন। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে Phase- IX পরীক্ষার মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। SSC Recruitment এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

মোট শূন্যপদ- 2065 টি, (SC- 248 টি, ST- 121 টি, OBC- 599 টি, UR- 915 টি, ESM- 182 টি)

পদের নাম- অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন

আবেদন পদ্ধতি-

আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.ssc.nic.in এই ওয়েবসাইটে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে সই, প্রয়োজনীয় নথি এবং ফটো স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি-

আবেদন ফি হিসাবে 100 টাকা ধার্য করা হয়েছে।

প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন যেমন নেট ব্যাংকিং, ভিসা কার্ড, মাস্টার কার্ড, মেস্ট্রো, রূপে ক্রেডিট অথবা ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে। আবেদন ফি জমা দেওয়া যাবে 15/06/2023 তারিখ পর্যন্ত। SC/ ST/ PWD/ ESM ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফী জমা দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি-

কম্পিউটার বেসড পরীক্ষার উপর নির্ভর করে প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষার ধরন-

পরীক্ষা হবে সম্পূর্ণ কম্পিউটারের উপর বেস করে। MCQ টাইপ প্রশ্ন হবে।

  • জেনারেল ইন্টেলিজেন্স
  • জেনারেল অ্যাওয়ারনেস
  • কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড
  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ

এই চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে। প্রতি বিষয়ে 25 টি করে প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। পরীক্ষার সময় 1 ঘন্টা। ভুল উত্তরে নেগেটিভ মার্কিং আছে।


আবেদন করার শেষ তারিখ- 13/06/2023

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here