SSC Multi Tasking Staff Jobs 2023 – মাধ্যমিক পাশে হাবিলদার ও মাল্টি টাস্কিং স্টাফ পদে প্রচুরসংখ্যক কর্মী নিয়োগ

SSC Multi Tasking Staff Jobs 2023 - মাধ্যমিক পাশে হাবিলদার ও মাল্টি টাস্কিং স্টাফ পদে প্রচুরসংখ্যক কর্মী নিয়োগ
SSC Multi Tasking Staff Jobs 2023 - মাধ্যমিক পাশে হাবিলদার ও মাল্টি টাস্কিং স্টাফ পদে প্রচুরসংখ্যক কর্মী নিয়োগ

SSC Multi Tasking Staff Jobs 2023: SSC (কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন) -এর তরফে হাবিলদার ও মাল্টি টাস্কিং স্টাফ পদে প্রচুরসংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশ করলেই এখানে আবেদন করা যাবে। SSC MTS Havaldar Vacancy 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

SSC MTS Havaldar Vacancy 2023 PDF

পদের নাম- Multi Tasking Staff (Non Technical)

মোট শূন্যপদ- 10,880

বয়স- পরীক্ষার্থীর জন্ম তারিখ 02.01.1998 থেকে 01.01.2005 তারিখের মধ্যে 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আর সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থীরা যেমন- SC/ ST প্রার্থীরা 5 বছর ও OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন- 1049 টি শূন্যপদে LIC মোটা বেতনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন পদ্ধতি- এখানে যোগ্য় পরীক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি- Unreserved পরীক্ষার্থীর ক্ষেত্রে 100/- টাকা এবং SC/ ST/ Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগছেই না।

আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।

বেতন- পে লেভেল অনুযায়ী 18,000/- টাকা মাসে

পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র গুলি- দুর্গাপুর, বর্তমান, কলকাতা, কল্যাণী, আসানসোল, শিলিগুড়ি।

আবেদনের শেষ তারিখ- 17 ফেব্রুয়ারি, 2023

SSC MTS Havaldar Vacancy Post Details

পদের নাম- Havaldar

বয়স- Havaldar পরীক্ষার্থীর জন্ম তারিখ 02.01.1996 থেকে 01.01.2005 তারিখের মধ্যে 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আর সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থীরা যেমন- SC/ ST প্রার্থীরা 5 বছর ও OBC পরীক্ষার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।

মোট শূন্যপদ- 529

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা (CBE), ফিজিক্যাল ফিটনেস টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

আরও বিশদে জনার জন‍্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here