SSC CPO Recruitment 2023: চাকরীপ্রার্থীদের জন্য সুখবর! স্টাফ সিলেক্টিক কমিশনের তরফে এবছরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে নিয়োগের কথা জানানো হয়েছে। আপাতত ১৮৭৬ টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হলেও, পরবর্তীতে শূন্যপদ আরও বাড়বে বলেই আশা করা যায়। তাই যেসমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা কেন্দ্রীয় বাহিনীর এই লোভনীয় পদগুলিতে আবেদন করতে চান, তারা নিচে আলোচিত প্রতিবেদনের অংশটুকু মনোযোগ সহকারে পড়ার পর সরাসরি আবেদন জানান।
SSC CPO Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | Staff Selection Commission (SSC) |
Advertisement no. | SSC CPO Recruitment 2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | ssc.nic.in |
মোট শূন্যপদ | ১৮৭৬ টি। |
আবেদন শুরু | ২২.০৭.২০২৩ |
আবেদন শেষ | ১৫.০৮.২০২৩ |
ভুল সংশোধন | 16 – 17 Aug 2023 |
প্রিলিমিনারি পরীক্ষা | 3 – 6 October 2023 |
পদের নাম
Sub-Inspector (GD) in CAPFs & Sub-Inspector (Executive) in Delhi Police
মোট শূন্যপদ :
১৮৭৬ টি।
শূন্যপদের বিস্তারিত নমুনা
শিক্ষাগত যোগ্যতা :
চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে, যেকোনো শাখায় স্নাতক পাশ হতে হবে।
বয়স সীমা :
০১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২০ এবং সর্বাধিক ২৫ বছর হলে আবেদনযোগ্য। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন :
এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের, লেভেল-৬ অনুসারে ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা বেতন দেওয়া হয়ে থাকে।
নিয়োগ পদ্ধতি :
- টিয়ার- ১ লিখিত পরীক্ষা (MCQ)
- PMT ও PET
- টিয়ার- ২ লিখিত পরীক্ষা (MCQ)
- ডকুমেন্ট ভেরিফাই ও মেডিক্যাল পরীক্ষা।
লিখিত পরীক্ষার ধরণ
শারীরিক মাপযোগ
পরীক্ষা | পুরুষ | মহিলা |
উচ্চতা | ১৭০ সেমি | ১৫৪ সেমি |
বুকের ছাতি | ৮০-৮৫ সেমি | – |
স্প্রিন্ট (জোরে দৌড়) | ১০০ মি. দৌড় ১৬ সেকেন্ডে | ১০০ মি. দৌড় ২৮ সেকেন্ডে |
দৌড় | ১.৬ কিমি দৌড় ৬.৫ মিনিটে | ৮০০ মি দৌড় ৪ মিনিটে |
লং জাম্প | ৩.৬৫ মি | ২.৭ মি |
হাই জাম্প | ১.২ মি | ০.৯ মি |
শট পুট | ৪.৫ মি (16 Lbs) | – |
আবেদন পদ্ধতি
উল্লেখ্য সবকটি পদে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in -এ গিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে অনলাইনে ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে (তবে, যারা আগে কোনসময় SSC -এর অনুষ্ঠিত কোনো পরীক্ষা দিয়েছে, তাদের ক্ষেত্রে লগইন করে আবেদন করতে হবে)। প্রার্থীরা চাইলে নিচে দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।
আবেদন মূল্য
বিজ্ঞপ্তিতে প্রকাশিত সমস্ত শূন্যপদে আবেদনের জন্য, Gen/ OBC/ EWS প্রার্থীদের মোট ১০০ টাকা জমা করতে হবে, তবে SC/ ST/Female প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য দিতে হবেনা।