SSC CGL (স্টাফ সিলেকশন কমিশন) তরফ থেকে CGL নিয়োগের 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে।
ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে-মেয়ে উভয়ই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
SSC CGL Recruitment 2023
শুন্যপদ –
7500 টি।
আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মূল্য-
General / EWS / OBC প্রার্থীদের 100/- টাকা। SC / ST / Female / Ex-serviceman প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।
শিক্ষাগত যোগ্যতা-
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে।
মাসিক বেতন-
25,500/- টাকা থেকে 1,51,100/- টাকা পর্যন্ত।
বয়সসীমা-
বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বয়সসীমা রাখা হয়েছে। যেমন কোনো কোনো পদের ক্ষেত্রে 18-27, কোনো কোনো পদের ক্ষেত্রে 20-30 আবার কোনো কোনো পদের ক্ষেত্রে 18-32।
নিয়োগ পদ্ধতি-
- Tier 1 (Qualifying)
- Tier 2
:: গুরুত্বপূর্ণ তারিখ ::
#আবেদন প্রক্রিয়া শুরু – 03.04.2023
#আবেদন প্রক্রিয়া শেষ- 03.05.2023
#Tier 1 পরীক্ষা- জুলাই 2023
আরও বিশদে জনার জন্য নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে।
:: গুরুত্বপূর্ণ লিঙ্ক ::
#অফিশিয়াল নোটিফিকেশন- ডাউনলোড
#অফিশিয়াল ওয়েবসাইট- https://ssc.nic.in/
#আরও পড়ুন- সরকারি চাকরির খবর