Spicy Spareribs Recipe – মশলাযুক্ত স্পেরেরিবস রেসিপি
Spicy Spareribs Recipe – মশলাযুক্ত স্পেরেরিবস রেসিপি: আজ এখানে আপনাদেরকে একটি সহজ রেসিপি শেয়ার করব। এখানে আমরা পুরানো সেরা রেসিপিগুলোর পাশাপাশি কিছু নতুন মজাদার রেসিপি রেখেছি। খাবারের রস বুঝতে সাহায্য করবে, রেসিপিগুলোর প্রস্তুতপ্রণালী দারুণ সহজ এবং পুষ্টিকর। সবচেয়ে বড় কথা, মজাদার। পুরো পরিবার একত্রে উপভোগ করার মতো। একটি প্রচেষ্টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তা হলো শিশুদের অল্প বয়স থেকে রান্নায় উৎসাহী করে তোলা। যেন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণে অভ্যস্ত হয়ে তারা ভবিষ্যতে স্বাস্থ্যোজ্জ্বল জীবনের সুফল ভোগ করতে পারে। সেই রেসিপিটি হলো Spicy Spareribs Recipe – মশলাযুক্ত স্পেরেরিবস রেসিপি। চলুন দেখে নেওয়া যাক Spicy Spareribs Recipe – মশলাযুক্ত স্পেরেরিবস রেসিপি কিভাবে বানাবো ও কি কি উপাদান প্রয়োজন।
সকল বয়সীর জন্য প্রিয় ডিনার, এই সুস্বাদু স্পারেরিবস সবাই খেতে পারেন।
মশলাযুক্ত স্পেরেরিবস রেসিপি তৈরির প্রয়োজনীয় উপাদান
দেড় কেজি গরুর সিনার মাংস
৪ কোয়া রসুন
স্বাদমত লবণ আধা চা চামচ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ গরম মশলা
১ টেবিল চামচ মধু ১ টেবিল চামচ তিল তৈল
৩ টেবিল চামচ সয়া সস
আধা কাপ পানি
মশলাযুক্ত স্পেরেরিবস রেসিপি তৈরির প্রণালী
১. সিনার মাংস আলাদা করুন।
২. লবণের সঙ্গে রসুন (চূর্ণ) গোল মরিচ, গরম মশলার গুঁড়া মধু, তিলের তেল এবং সয়া সসের সঙ্গে মিশ্রিত করুন। মাংসের সঙ্গে ভালোমতো মেশান।
৩. রোস্ট করার প্যানে মাংস রাখুন এবং ১৯০ সে./৩৭৫ ফারেনহাইট উত্তপ্ত করা ওভেনের ভেতর রেখে রান্না করুন।
৪.৩০ মি. পর মাংসগুলো উলটপালট করে দিন, প্যানে গরমজল মিশান এবং আরো ৩০ মি. ধরে রান্না করতে থাকুন, প্রতি ১০ মিনিটে নেড়েচেড়ে দিন। গরম গরম পরিবেশন করুন।
আরও পড়ুন-