চাকরির খবর সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে স্বাগতম! এখানে আমরা চাকরির বাজার সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তথ্য শেয়ার করব। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারের সুযোগগুলিকে সর্বাধিক ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমরা টিপস এবং পরামর্শ প্রদান করব। তাই নিয়মিত চেক করতে ভুলবেন না, কারণ আমরা আশা করি আপনি এখানে তথ্য উপযোগী পাবেন!
Railways Apprentice Recruitment 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাউথ সেন্ট্রাল রেলওয়ের কর্মী নিয়োগের আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Railways Apprentice Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
South Central Railway Apprentice Recruitment 2023
Post Name– Apprentice
Employment No– SCR/P-HQ/RPC/111/Act. App/2022
Also Read– পিএসসি এর মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে আবেদনের করুন
বয়স– প্রার্থীর বয়স 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে 30 ডিসেম্বর, 2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা– 10+2 সিস্টেমের অধীনে 50 শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ সহ NCVT/ SCVT অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকলে আবেদন করতে পারবেন।
স্টাইপেন্ড– প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ– 29, জানুয়ারি, 2023
নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি– প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা (https://scr.indianrailways.gov.in/) ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি– আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে 100/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
Also Read- টাটা মেমোরিয়াল হসপিটালে গ্র্যাজুয়েশন পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ
মোট শূন্যপদ– উক্ত পদে মোট 4103 টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- AC Mechanic- 250, Carpenter- 18, Diesel Mechanic- 531, Electrician- 1019, Electronic Mechanic- 92, Fitter- 1460, Machinist- 71, MMW – 24, MMTM- 05, Painter- 80, Welder- 553
আরও বিশদে জনার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন– এখানে ক্লিক করুন