SECL Recruitment 203 Notification – SECL সংস্থায় একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে

SECL Recruitment 2022 Notification - SECL সংস্থায় একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে
SECL Recruitment 2022 Notification - SECL সংস্থায় একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে

SECL Recruitment 2023 Notification – SECL সংস্থায় একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে

SECL Recruitment 2023 Notification: South Eastern Coalfields Limited, SECL-এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। SECL Recruitment 2023 Apply Online এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

গত 2 মে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

তবে এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে চূড়ান্ত সময়সীমা 23 মে।

এই সময়সীমার মধ্যেই এই শূন্যপদগুলির জন্যে আবেদন করতে বলা হয়েছে আবেদনকারীকে। সংস্থার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 440 টি শূন্যপদ রয়েছে। যেখানে ডাম্পার অপারেটর হিসাবে 355টি, Dozer Operator হিসাবে 68 টি শূন্যপদ রয়েছে। এছাড়াও Loader Operator হিসাবে 21টি শূন্যপদ রয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ

SECL Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা:

বেশ কয়েকটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই পদের জন্যে ক্লাস ৮ পাস পড়ুয়ারাও আবেদন করতে পারবে। সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকাটা খুব প্রয়োজনীয়। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় নিরদষ্ট করে দেওয়া হয়েছে সংস্থার তরফে। এছাড়াও বয়সের বিষয়টি জানতেও অবশ্যই বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

SECL Recruitment 2023 নিয়োগ পদ্ধতি:

এই পদের জন্যে যোগ্য আবেদনকারীকে trade test- এর মাধ্যমে বেছে নেওয়া হবে। যার তারিখ আগামিদিনে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সংস্থার ওয়েবসাইটেই এই বিষয়ে জানানো হবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন


সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here