মাধ্যমিক ও ITI পাস যোগ্যতায় রেলে কর্মী নিয়োগ

মাধ্যমিক ও ITI পাস যোগ্যতায় রেলে কর্মী নিয়োগ
মাধ্যমিক ও ITI পাস যোগ্যতায় রেলে কর্মী নিয়োগ

চাকরির খবর সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে স্বাগতম! এখানে আমরা চাকরির বাজার সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তথ্য শেয়ার করব। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারের সুযোগগুলিকে সর্বাধিক ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমরা টিপস এবং পরামর্শ প্রদান করব। তাই নিয়মিত চেক করতে ভুলবেন না, কারণ আমরা আশা করি আপনি এখানে তথ্য উপযোগী পাবেন!

Ircon Railways Recruitment 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। IRCON INTERNATIONAL LIMITED কর্মী নিয়োগের আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Ircon Railways Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

মাধ্যমিক ও ITI পাস যোগ্যতায় রেলে কর্মী নিয়োগ

Post Name– Works Leader (Specialized Technician), Rail Welding (EA) Technician,Rail Welding Technician, Rail Welding Technician (Rough & Final Finishing)

Selection Process : আবেদনকারী প্রার্থীদের স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

Also Readপশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে গ্ৰুপ ডি পদের কর্মী নিয়োগ

Apply Process : প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সেটিকে সঠিক ভাবে পূরণ করে ইন্টারভিউ দিতে যেতে হবে।

  1. Post Name : Works Leader (Specialized Technician)

Education Qualification : যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Salary : উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসের ২২,০০০/- টাকা থেকে ৬৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

Age Limit : প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

  1. Post Name : Rail Welding (EA) Technician

Education Qualification : যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Salary : উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসের ২২,০০০/- টাকা থেকে ৬৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

Age Limit : প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

  1. Post Name : Rail Welding Technician

Education Qualification : যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Salary : উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসের ২২,০০০/- টাকা থেকে ৬৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

Age Limit : প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Also Read- টাটা মেমোরিয়াল হসপিটালে গ্র্যাজুয়েশন পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ

  1. Post Name : Rail Welding Technician (Rough & Final Finishing)

Education Qualification : যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Salary : উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসের ২২,০০০/- টাকা থেকে ৬৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

Age Limit : প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

আরও বিশদে জনার জন‍্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here