25000 টাকা বেতনে রাজ্য সরকারের ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

25000 টাকা বেতনে রাজ্য সরকারের ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ
25000 টাকা বেতনে রাজ্য সরকারের ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

চাকরির খবর সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে স্বাগতম! এখানে আমরা চাকরির বাজার সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তথ্য শেয়ার করব। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারের সুযোগগুলিকে সর্বাধিক ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমরা টিপস এবং পরামর্শ প্রদান করব। তাই নিয়মিত চেক করতে ভুলবেন না, কারণ আমরা আশা করি আপনি এখানে তথ্য উপযোগী পাবেন!

Data Entry Operator Recruitment 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্য সরকারের হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনে কর্মী নিয়োগের আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Data Entry Operator Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

  1. Post Name : Data Entry Operator

পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

Employment No– 3837/HIDCO/Admn-2266/2013

Education Qualification : যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান CA/ B.com (Hons.) করা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Also Read- রাজ্যে মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

Apply Process : ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

Apply Date : 10 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট 4টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Age Limit : প্রার্থীদের বয়স 1 ডিসেম্বর, 2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC/PH – শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

Salary : উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে 25,000/- টাকা বেতন দেওয়া হবে।

Also Read- এয়ার ট্রাফিক কন্ট্রোলে প্রচুর কর্মী নিয়োগ

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Joint Managing Director (Admn), WBHIDCO at HIDCO BHABAN, Premises No- 35-1111, Biswa Bangla Sarani, 3rd Rotary,New Town, Kolkata- 700156

আরও বিশদে জনার জন‍্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here