অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের

নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের
নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের

রাজ্যের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

Employment No– Reg/ Rect/0042

Post Name : Assistant Professor

Department of Subject– Bengali-2, English-1

Total Vacancy– 3 টি।

Education Qualification : যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান 55 শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে M.A সহ NET/ SET বসে থাকলে আবেদন করতে পারবেন। অথবা সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Salary– প্রতিমাসে বেতন 40,000/- টাকা।

Apply Process– ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

Application Fee– আবেদন ফি বাবদ সবার জন্য 1000/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা– University Headquarters, DD-26, 5th Floor, Salt Lake City, Sector-I, Kolkata-700064

আবেদনের শেষ তারিখ– 20 জানুয়ারি, 2023

নিয়োগ স্থান– পশ্চিমবঙ্গের দুর্গাপুর RC ও কল্যাণ RC।

আরও বিশদে জনার জন‍্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

আবেদনপত্র ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here