WBPSC Recruitment 2023 – পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব এগ্রিকালচার পদে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।
বিজ্ঞপ্তি নম্বর: 05/2023।
মোট শূন্যপদ:
122 টি মোট শূন্যপদ
বেতন:
পে লেভেল 16 অনুযায়ী 56100-144300 টাকা।
যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে এগ্রিকালচারে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে চার বছরের ডিগ্রি কোর্স। পশ্চিমবঙ্গের কৃষি অবস্থার জ্ঞান বাঞ্ছনীয়। বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। নেপালি ভাষীদের ক্ষেত্রে বাংলা ভাষা জানার বিষয়টি প্রযোজ্য নয়।
বয়সসীমা:
1 জানুয়ারি 2023 তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা 36 বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
শূন্যপদের বিন্যাস:
অসংরক্ষিত 52, তপশিলি জাতি 25, তপশিলি উপজাতি 7, ওবিসি এ 12, ওবিসি বি 8, ইডব্লুএস 12, শারীরিক প্রতিবন্ধী 6।
আবেদনের ফি:
210 টাকা সঙ্গে জিএসটি। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।
পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি:
https://wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ | 17/08/2023 |
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Read Now |