Railway TTE Vacancy 2023 – ভারতীয় রেলে টিকিট ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগ

Railway TTE Vacancy 2023 - ভারতীয় রেলে টিকিট ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগ
Railway TTE Vacancy 2023 - ভারতীয় রেলে টিকিট ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগ

চাকরির খবর সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে স্বাগতম! এখানে আমরা চাকরির বাজার সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তথ্য শেয়ার করব। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারের সুযোগগুলিকে সর্বাধিক ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমরা টিপস এবং পরামর্শ প্রদান করব। তাই নিয়মিত চেক করতে ভুলবেন না, কারণ আমরা আশা করি আপনি এখানে তথ্য উপযোগী পাবেন!

Railway TTE Recruitment 2023

Post Name: Traveling Ticket Examiner (TTE)

Number Of Vacancy: উক্ত পদে মোট ৭,৭৮৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Salary: উক্ত পদের প্রার্থীদের পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা বেতন দেওয়া হবে।

Also ReadArmy Public School Recruitment 2022 Notification

Age Limit: প্রার্থীদের বয়স ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC/PH – শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

Educational Qualification: যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে ৫০% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Selection Process: কম্পিউটার বেস টেস্ট (CBT), শারীরিক পরীক্ষা (PET), মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করানো হবে।

Application Process: আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ২০২৩ সালের প্রথমে শুরু হতে পারে বলে কেন্দ্রীয় দৈনিক হিন্দি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

নিয়োগ সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রতিদিন পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here