Railway Coach Factory Recruitment 2023 – রেলে কোচ-ফ্যাক্টরিতে প্রচুর কর্মী নিয়োগ

Railway Coach Factory Recruitment 2023 - রেলে কোচ-ফ্যাক্টরিতে প্রচুর কর্মী নিয়োগ

Railway Coach Factory Recruitment 2023 – রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রেলে কোচ ফ্যাক্টরিতে প্রশিক্ষণের মাধ্যমে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে-

Railway Coach Factory Recruitment 2023

নোটিশ নাম্বার:PB/RR/39/App
পদের নাম:Trade Apprentice (Fresher ও Ex ITI)
ট্রেডের নাম:Carpenter, Electrician, Fitter, Machinist, Painter, Welder, MLT – Radiology, MLT – Pathology, PASSA.

রেলে কোচ-ফ্যাক্টরিতে প্রচুর কর্মী নিয়োগ বিশদ দেখুন

১) Fresher: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ২৫২ টি।

২) Ex ITI: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ৫৩০ টি।

বয়সসীমা: ৩০/০৬/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST – শ্রেণির প্রার্থীরা ৫ বছর, OBC – শ্রেণির প্রার্থীরা ৩ বছর এবং PWBD – শ্রেণির প্রার্থীরা ১০ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন।

স্টাইপেন্ড: Fresher ও মাধ্যমিক পাশ যারা তাদের প্রতি মাসে ৬,০০০/- টাকা, Fresher ও উচ্চ মাধ্যমিক পাশ তাদের ৭,০০০/- টাকা এবং Ex ITI প্রার্থীদের ক্ষেত্রে ৭,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি: আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র অ্যাকাডেমিক নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করানো হবে।

আবেদন ফি: UR/OBC – শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা আবেদন ফি লাগবে, তবে SC/ST/PWD/Women – প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

আরও পড়ুন-

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু: ৩১শে মে ২০২৩ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদন চলবে: আগামী ৩০শে জুন ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রিয় প্রার্থীরা, Railway Coach Factory Recruitment -এ আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন

Railway Coach Factory Recruitment 2023 Important Links

Official NoticeDownload Now
Official WebsiteClick Here
Join Telegram GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here