www.wbbpe.org admit card download
প্রাইমারি টেট এডমিট কার্ড ডাউনলোড 2022 – Primary Tet 2022 Admit Card : যেটির শেষ ফর্ম পূরণ 2017 সালে হয় এবং যার পরীক্ষা হয় 2021 সালে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ – West Bengal Primary Board কর্তৃপক্ষ 2022 সালে নতুন ভ্যাকান্সির নোটিশ জারি করে। যেটির মোট আসন সংখ্যা ছিল 11765 ।
প্রাইমারি টেট 2022 পরীক্ষাটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে 11 ডিসেম্বর সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 2022 টেট পরীক্ষায় প্রায় 7 লক্ষেরও বেশি চাকুরীপ্রার্থী বসবেন। এবারের টেট পরীক্ষাটি পশ্চিমবঙ্গ প্রাথমিক বোর্ড খুবই সতর্কতার সাথে পরিচালনা করতে চলেছে।
অবশেষে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড। Tet Admit Card Download – টেট এডমিট কার্ড ডাউনলোড দেওয়ার প্রক্রিয়া 28 নভেম্বরের পর থেকে শুরু হবে বলে পর্ষদের তরফ থেকে জানা গেছে।
পরীক্ষা কেন্দ্রে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে:
- পরীক্ষা কেন্দ্র আপনার একটি কালার পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে , যে ফটো দিয়ে আপনি ফর্ম পূরণ করেছো।
- আপনার অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে।
- একটি কালো বল পেন।
- প্রিন্ট আউট করা এডমিট কার্ড।
পরীক্ষা কেন্দ্রে আপনি যেগুলি নিয়ে যেতে পারবেন না:
- কোনরকম ইলেকট্রনিক মেটাল / ডিভাইস নিয়ে যেতে পারবেন না।
- আপানার মোবাইল, ঘড়ি, বেল্ট, যে কোন ধাতুর তৈরি জিনিস, এ টি এম কার্ড প্রভৃতি।
যে সমস্ত চাকুরীপ্রার্থী 2022 টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছো আপনাদের সুবিধার জন্য নীচের দেওয়া তথ্যের সাহায্য Primary Tet Admit Card 2022 Download – প্রাইমারি টেট এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
Primary Tet Admit Card Download Link:
- প্রথমে পশ্চিমবঙ্গ প্রাথমিক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org প্রবেশ করতে হবে।
- দ্বিতীয় স্টেপে আপনাকে Primary Tet 2022 অপশানে ক্লিক করতে হবে।
- তৃতীয় স্টেপে Download Admit Card এ ক্লিক করে আপনার টেট অ্যাপ্লিকেশন নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে।
Admit Card Download: Clik Here |
আরও দেখুন: প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি গুরুত্বপূর্ণ টিপস