এই মুহূর্তে সরকারি চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আবেদনকারীদের কম্পিউটার বেস্ট পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। নিচে বিস্তারিত সম্পর্ক আলোচনা করা হলো।
Post Name : ডিপ্লোমা ট্রেনিং (সিভিল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স)
Number Of Vacancy : মোট 211 টি শূন্যপদ রয়েছে যেখানে UR-104 টি, OBE-37 টি, SC-32 টি, ST- 21-টি এবং EWS -17 প্রভৃতি শ্রেণীর জন্য সংরক্ষিত শূন্যপদ রয়েছে।
Educational Qualification : সরকার স্বীকৃত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে B.Tech / BE / M.Tech/ ME পাস করে থাকলে আবেদনের যোগ্য হবে।
Age Limit : 18-27 বছরের মধ্যে বয়সসীমা হলে আবেদন করতে পারবে।
Apply Last Date : আবেদনকারীরা আগামী 31 শে ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Selection Process : সমস্ত আবেদনকারীদের কম্পিউটার বেস পরীক্ষার (CBT) মাধ্যমে নিয়োগ পত্র দেওয়া হবে।
Application Process : যে সমস্ত প্রার্থীরা আবেদনের যোগ্য তারা শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্কটি প্রদান করা হলো, যেখানে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন।
Application Fee : উক্ত পদে আবেদন করার জন্য ৩০০ টাকা আবেদন ফ্রি জমা দিতে হবে। এক্ষেত্রে SC, ST,PWD প্রার্থীদের কোনো রকম আবেদন ফ্রি নেয়া হবে না।
Exam Center : উক্ত পরীক্ষার জন্য কলকাতা ও শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র থাকবে।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন