টাকা সঞ্চয় করতে সবাই পছন্দ করে। কেউ কেউ তার ইনকাম এর টাকা রোজ সঞ্চয় করে, আবার কেউ মাসে সঞ্চয় করে।
আমাদের দেশে টাকা সঞ্চয় করার অনেক সোর্স আছে। যেমন অনেকে পয়সার ভারে টাকা সঞ্চয় করে, আবার অনেকে ব্যাংক, পোষ্ট অফিস, Lic তে টাকা রাখে। আবার অনেকে share মার্কেটে টাকা ইনভেস্ট করে। তবে আমাদের দেশে বেশিরভাগ লোক পোষ্ট অফিসে টাকা রাখে। কারণ ভারতবর্ষের প্রতিটা শহরের কোনায় কোনায় পোষ্ট অফিস আছে।
সেটা শহর হোক কিংবা গ্রাম। তবে পোষ্ট অফিসে টাকা রাখলেও এখনও পর্যন্ত অনেকেই জানেননা যে পোষ্ট অফিসে কয়টা স্কীম আছে (Post office sceme) এবং বার্ষিক কত টাকা সুদ পাওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক পোষ্ট অফিসের কিছু গুরুত্বপূর্ণ স্কীম।
National সেভিংস সার্টিফিকেট:
এই স্কিমে আপনাকে আপনার টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। এই স্কিমে বার্ষিক সুদের হার ৭.৭ %।এইখানে যে কোনো ব্যাক্তি বিনিয়োগ করতে পারে। এই স্কিমে বিনিয়োগ করতে নূন্যতম টাকা লাগে ১০০০ আর সর্বোচ্চ টাকার কোনো limit নেই। আপনি যত খুশি টাকা বিনিয়োগ করতে পারেন।
সুকন্যা সম্বৃদ্ধি অ্যাকাউন্ট:
পোষ্ট অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ন একটা বিনিয়োগ হলো এই সুকন্যা সম্বৃদ্ধী।এই স্কিমে বার্ষিক সুদের পরিমাণ ৮%।যদি আপনার মেয়ে থাকে এবং সে ১০ বছরের নীচে হয় তাহলে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
আরও পড়ুন- ভারতীয়দের জন্য ভিসা ফ্রী দেশগুলি কি কি?
এই অ্যাকাউন্ট আপনি একটি মাত্রই খুলতে পারেন, ব্যাংক কিংবা পোষ্ট অফিসে। তবে একটা কথা বলি এই স্কিমে বিনিয়োগ করতে নূন্যতম ২৫০ টাকা লাগে অ্যাকাউন্ট খুলতে আর সর্বোচ্চ ১৫০০০০ টাকা রাখতে পারেন প্রথম finanancial বছরে।
Mis [মন্থলী ইনকাম স্কীম]:
পোষ্ট অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ন একটা বিনিয়োগ হলো এই সুকন্যা সম্বৃদ্ধী। এই স্কিমে বার্ষিক সুদের পরিমাণ ৮%।যদি আপনার মেয়ে থাকে এবং সে ১০ বছরের নীচে হয় তাহলে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্ট আপনি একটি মাত্রই খুলতে পারেন, ব্যাংক কিংবা পোষ্ট অফিসে। এই স্কিমে বিনিয়োগ করতে নূন্যতম ২৫০ টাকা লাগে অ্যাকাউন্ট খুলতে আর সর্বোচ্চ ১৫০০০০ টাকা রাখতে পারেন প্রথম financial বছরে।
কিষান বিকাশ পত্র :
এই স্কিমে বার্ষিক সুদের হার আগের স্কীম থেকে একটু কম। এখানে আপনি পাবেন বার্ষিক ৭.৫% রিটার্ন। তবে এই স্কিমে টাকা রাখলে আপনার টাকা ডবল হবে। মানে আপনি ১লাখ টাকা রাখলে আপনার টাকা ডবল হবে। এর জন্য সময় লাগবে ১১৫ মাস, মানে ৯ বছর ৭ মাস। এই স্কিমে যে কেউ বিনিয়োগ করতে পারে। এখানে নূন্যতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ করতে হয়।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কীম:
যাদের বয়সে ৬০ বছরের ঊর্ধ্বে একমাত্র তারাই এই স্কিমে টাকা সঞ্চয় করতে পারবেন। এই স্কিমে বার্ষিক সুদের পরিমাণ ৮.২ শতাংশ।যা অন্যান্য স্কীম গুলি থেকে অনেক বেশি।যারা অবসপ্রাপ্ত তাদের জন্য এই স্কীম খুব ভালো একটা বিনিয়োগ। মানে আপনি 1 লাখ টাকা রাখলে বছরে পাবেন 8200 টাকা।
উপসংহার :
পোষ্ট অফিসে বিনিয়োগ হলো খুবই নিরাপদ। এখানে অনেক বিনিয়োগ করার অনেক স্কীম আছে।এইগুলি হলো পোষ্ট অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ন স্কীম (Post Office Sceme) আর এগুলি ছাড়া আরও অনেক স্কীম আছে যেখানে আপনি টাকা সঞ্চয় করতে পারেন। আরও জানতে নিচের লিংকে ক্লিক করুন।