চাকরির খবর সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে স্বাগতম! এখানে আমরা চাকরির বাজার সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তথ্য শেয়ার করব। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারের সুযোগগুলিকে সর্বাধিক ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমরা টিপস এবং পরামর্শ প্রদান করব। তাই নিয়মিত চেক করতে ভুলবেন না, কারণ আমরা আশা করি আপনি এখানে তথ্য উপযোগী পাবেন!
সিভিক পুলিশ নিয়োগ 2023
Post Name: ভলেন্টির্য়াস
Education Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
Age Limit: প্রার্থীদের বয়স ১৮ বছরের উর্ধে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে বাঁকুড়া জেলায় ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে, তাই ওই জেলার যে সাব-ডিভিশনের নিয়োগ করানো হবে, সেই ব্লকের স্থানীয় আবেদন করতে পারবেন।
Salary: আবেদনকারী প্রার্থীদের দিন হিসেবে প্রতিদিন ৫০০/- টাকা করে বেতন হিসেবে দেওয়া হবে।
Number Of Vacancy: বাঁকুড়া জেলার ৩ টি সাব-ডিভিশন মিলিয়ে মোট ৪৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
Application Fee: উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না।
শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সেটিকে সঠিক ভাবে পূরণ করে একটি মুখ বন্ধ খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
Also Read- Railway TTE Vacancy 2023
Address To Send Application Form:
The Chairman,- District Legal Services Authority,- Bankura,- Address > ADR Building,- District Judges Court Compound,- Bakura,- PIN – 722101
Document:
- Application Format
- Educational Qualification Certificate
- Age Proof
- Caste Certificate (in any)
- Resident Certificate
- Work Experience Certificate (in any)
- Identity Proof (Aadhaar/Voter/Passport/PAN)
Also Read- Burnpur Steel Plant Recruitment 2022
উপরের সমস্ত নথি জেরক্স করে তাতে নিজের সাক্ষর (Self-Attested) করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
Apply Date: আগামী ২০ শে জানুয়ারি ২০২৩ 3 বিকাল ৫ টার মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আরও বিশদে জানার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন