চাকরির খবর সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে স্বাগতম! এখানে আমরা চাকরির বাজার সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তথ্য শেয়ার করব। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারের সুযোগগুলিকে সর্বাধিক ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমরা টিপস এবং পরামর্শ প্রদান করব। তাই নিয়মিত চেক করতে ভুলবেন না, কারণ আমরা আশা করি আপনি এখানে তথ্য উপযোগী পাবেন!
NDA Recruitment 2023- এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। NATIONAL DEFENCE ACADEMY, KHADAKWASLA, PUNE কর্মী নিয়োগের আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। National Defence Academy Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
National Defence Academy Recruitment 2023 Post Name
- Lower Division Clerk
- Painter
- Draughtsman
- Civilian Motor Driver
- Compositor-cum-Printer
- Cinema Projectionist-II
- Cook
- Fireman
- Blacksmith
- TA-Baker & Confectioner
- TA-Cycle Repairer
- Multi Tasking Staff – Office & Training (MTS-O&T)
Total posts : 251
Apply Process : আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
Apply Date : আগামী ২০শে জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
NDA Recruitment Post Details
- Post Name : Lower Division Clerk
Education Qualification : যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করতে থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং করার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন।
Age Limit : প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
Salary : উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা বেতন দেওয়া হবে।
Also Read- উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরির খবর
Number Of Vacancy : এই পদের জন্য মোট ২৭ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
- Post Name : Painter
Education Qualification : যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক বা ITI পাশ করতে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
Age Limit : প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
Salary : উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা বেতন দেওয়া হবে।
Number Of Vacancy : এই পদের জন্য মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
- Post Name : Draughtman
Education Qualification : যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করতে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা পাশ সহ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
Age Limit : প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
Also Read- মাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে বন দপ্তরে চাকরি
Salary : উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা বেতন দেওয়া হবে।
Number Of Vacancy : এই পদের মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
- Post Name : Civilian Motor Driver (OG)
Education Qualification : যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করতে থাকতে হবে। সাথে সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স এবং ২ বছরের অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন।
Age Limit : প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
Salary : উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা বেতন দেওয়া হবে।
Number Of Vacancy : এই পদের জন্য মোট ৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
আরও বিশদে জনার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন