আপনি কি চাকরির খবর খুঁজছেন? সব সর্বশেষ চাকরির খোলার জন্য এই ব্লগটি দেখুন। আপনি বিস্তৃত ভূমিকা এবং কর্মজীবনের পথ খুঁজে পাবেন যা আপনার জন্য উপযুক্ত।
NDA ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) NDA Recruitment 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড লেভল একাডেমি এক্সামিনেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। NDA Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
NDA 2023 Application
- Post Name: ন্যাশনাল ডিফেন্স একাডেমি
Education Qualification: যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকছ উচ্চমাধ্যমিক পাশ পাস যোগ্যতায় আবেদন করতে পারবে।
Number Of Vacancy: মোট ৩৭০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
- Post Name: নেভল একাডেমি এক্সামিনেশন
Education Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
Number Of Vacancy: মোট ২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
Also Read– 20000 টাকা বেতনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
Age Limit: উভয় পদে আবেদন করার জন্য প্রার্থীদের জন্য তারিখ ০২/০৭/২০০৪ থেকে ০১/০৭/২০০৭ তারিখের মধ্যে হয়ে থাকতে হবে।
Selection Process: আবেদনকারী প্রার্থীদের Psychological Aptitude Test & Intelligence Test – এর মাধ্যমে নিয়োগ করানো হবে।
Application Fee: UR/OBC – প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে। তবে SC/ST/Female – প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
Also Read- রাজ্যে নতুন ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ
Application Process: আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
Exam Center: পশ্চিমবঙ্গের কলকাতা তে পরীক্ষা কেন্দ্র থাকবে।
Apply Date: আগামী ১০ ই জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও বিশদে জানার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন