চাকরির খবর সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে স্বাগতম! এখানে আমরা চাকরির বাজার সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তথ্য শেয়ার করব। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারের সুযোগগুলিকে সর্বাধিক ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমরা টিপস এবং পরামর্শ প্রদান করব। তাই নিয়মিত চেক করতে ভুলবেন না, কারণ আমরা আশা করি আপনি এখানে তথ্য উপযোগী পাবেন!
West Bengal Municipal Service Commission Recruitment 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ পৌর নিগমে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Municipal Service Commission Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
Post Name : Sub-Overseer (SWM Gr. – IV)
Education Qualification : যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন যোগ্য হবে।
Number Of Vacancy : উক্ত পদে মোট ৭৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
Apply Date : ২৯শে ডিসেম্বর ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আগামী ২৮শে জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Also Read– ন্যাশনাল ডিফেন্স একাডেমী Recruitment 2023
Salary : প্রার্থীদের রাজ্যে রোপা ২০১৯ অনুসারে পে লেভেল ৪ অনুযায়ী বেতন দেওয়া হবে।
Age Limit : ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC/PWD প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
Application Fee : UR/OBC – প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা এবং SC/ST/PWD – প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে।
Selection Process : আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।
Application Process : আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে।
আরও বিশদে জানার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন