চাকরির খবর সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে স্বাগতম! এখানে আমরা চাকরির বাজার সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তথ্য শেয়ার করব। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারের সুযোগগুলিকে সর্বাধিক ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমরা টিপস এবং পরামর্শ প্রদান করব। তাই নিয়মিত চেক করতে ভুলবেন না, কারণ আমরা আশা করি আপনি এখানে তথ্য উপযোগী পাবেন!
Diamond Harbour Medical College Recruitment 2023- এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দক্ষিণ ২৪ পরগণা জেলায় অবস্থিত ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী নিয়োগের আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Diamond Harbour Medical College Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
Diamond Harbour Medical College Recruitment 2023
- Post Name : Molecular Biologist, Data Entry Operator
আবেদন শুরু- 29/12/2022
আবেদন শেষ- 06/01/2023
মোট শূন্যপদ-
Molecular Biologist- 02 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
Data Entry Operator- 01 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
Also Read- উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরির খবর
মাসিক বেতন-
Molecular Biologist- প্রতিমাসে 40,000/- টাকা বেতন দেওয়া হবে।
Data Entry Operator- প্রতিমাসে 13,000/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা-
Molecular Biologist- 21 বছর থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে।
Data Entry Operator- 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
বয়স হিসাব করতে হবে 01/01/2023 তারিখের ভিত্তিতে।
আবশ্যিক যোগ্যতা-
Molecular Biologist- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Data Entry Operator- স্নাতক হতে হবে, কমপক্ষে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Also Read- মাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে বন দপ্তরে চাকরি
নিয়োগ পদ্ধতি-
Molecular Biologist- অ্যাকাডেমিক স্কোর, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Data Entry Operator- অ্যাকাডেমিক স্কোর, কম্পিউটার স্কিল টেস্ট, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
Molecular Biologist- এই পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
Data Entry Operator- এই পদে আবেদনের জন্যও কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ Office of the Principal, Diamond Harbour, Government Medical College & Hospital, Diamond Harbour, South 24 Parganas
আরও বিশদে জনার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন