LIC ADO Notification 2023 – 1049 টি শূন্যপদে LIC মোটা বেতনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

LIC ADO Notification 2023 - 1049 টি শূন্যপদে LIC মোটা বেতনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ
LIC ADO Notification 2023 - 1049 টি শূন্যপদে LIC মোটা বেতনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

LIC ADO Notification 2023 : লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Apprentice Development Officer পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। LIC ADO Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

LIC ADO Notification 2023

Post Name– Apprentice Development Officer

Number Of Vacancy– 1049 টি।

Education Qualification– যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor’s Degree করা থাকলে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন- অ্যাকাউন্ট ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ বিস্তারিত জানুন

Salary– পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন 53,600/- টাকা।

Selection Process– প্রার্থীদের লিখিত পরীক্ষা (Preliminary & Main Exam) -এর মাধ্যমে নিয়োগ করা হবে।

Exam Date– 12.03.2023 তারিখে Preliminary Exam এবং 08.04.2023 তারিখে Mains Exam অনুষ্ঠিত হবে।

Age Limit– প্রার্থীর বয়স 21 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

Application Procedure– ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

Application Fee– আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে 700/- টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে 85/- টাকা ধার্য করা হয়েছে।

Last date of application– 10.02.2023

আরও বিশদে জনার জন‍্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here