Kolkata Staff Nurse Vacancy- কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তথা কলকাতা পৌরসংস্থার নিয়োগ ২০২৩ আপনার জন্য নিয়ে এসেছে স্টাফ নার্স পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্টাফ নার্স নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
Kolkata Staff Nurse Vacancy – কলকাতা পৌরসংস্থা স্টাফ নার্স নিয়োগ 2023
পদের নাম:- স্টাফ নার্স।
শুন্যপদ:- 30টি।
শিক্ষাগত যোগ্যতা:- ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM কোর্স অথবা B.SC নার্সিং কোর্স থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়াও বাংলা জানতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
মাসিক বেতন:- 25,000/- টাকা।
বয়সসীমা:- 1লা জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
নিয়োগ পদ্ধতি:- GNM বা B.SC পরীক্ষার নম্বর ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
আরও পড়ুন- Axis Bank Recruitment 2023
আবেদন পদ্ধতি:- অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচে দেওয়া অফিশিয়াল নোটিশ থেকে আবেদনপত্রটি সংগ্রহ করে সেটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট / কুরিয়ার / স্প্রিড পোস্টের মাধ্যমে পৌঁছে দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:- Chief Municipal Health Officer, Kolkata Municipal Corporation CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata-700013
আবেদন প্রক্রিয়া শুরু- 9ই মার্চ 2023
আবেদন প্রক্রিয়া শেষ- 15ই মার্চ 2023
আরও বিশদে জনার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন