KMC Recruitment Notification 2023 – উচ্চমাধ্যমিক পাশে কলকাতা পুরনিগমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

KMC Recruitment Notification 2023 - উচ্চমাধ্যমিক পাশে কলকাতা পুরনিগমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

কলকাতা পুরনিগমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ (KMC Recruitment 2023)। ল্যাবরেটরি টেকনিশিয়ান, অফিসার, গ্রুপ A পদ সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে কর্মী নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

KMC Recruitment Notification 2023

নিয়োগকারী সংস্থা:

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC Recruitment 2023) তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম:

ল্যাবরেটরি টেকনিশিয়ান, অফিসার, গ্রুপ A পদ সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।

মাসিক বেতন:

নির্বাচিত প্রার্থীরা মাসিক গড় বেতন পাবেন সর্বনিম্ন 22,000/- টাকা।

আবেদনকারীর বয়সসীমা:

এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে 18- 40 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক অথবা স্নাতক পাশ থাকতে হবে। এবিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া:

কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ:

12/08/2023 তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন জানাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

“Chief Municipal Health Officer / Secretary, Kolkata City NUHM Society” CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata – 700013, সিল করা খামটি CMO Bldg এর 254 নম্বর কক্ষের সামনে ড্রপ বক্সে জমা দিতে হবে।

আরও দেখুন- পশ্চিমবঙ্গ রাজ্য বিদুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

গুরুত্বপূর্ণ লিংক

আবেদনের শেষ তারিখ12/08/2023
আবেদন লিংক:Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি:Read Now
Telegram GroupJoin Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here