কেন্দ্র সরকারের চাকরির খবর – ITBP তে হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ 2023 – ITBP Constable Recruitment 2023

কেন্দ্র সরকারের চাকরির খবর - ITBP তে হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ 2022 - ITBP Constable Recruitment 2022
কেন্দ্র সরকারের চাকরির খবর - ITBP তে হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ 2022 - ITBP Constable Recruitment 2022

কেন্দ্র সরকারের চাকরির খবর – ITBP তে হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ 2023 – ITBP Constable Recruitment 2023: ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স -এর তরফে ITBP Head Constable Recruitment 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। ITBP Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

ITBP তে হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ 2023

পদের নাম: হেড কনস্টেবল (Head Constable)

মোট শূন্যপদ: 23টি

i) পুরুষ- UR-11, SC-4, EWS-2, OBC-3

ii) মহিলা- UR-2, SC-1

মাসিক বেতন

লেবেল-4 অনুযায়ী ২৫,৫০০/- টাকা – ৮১,১০০/- টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিওলজিতে ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা

১১ নভেম্বর ২০২৩, তারিখ অনুযায়ী আবেদন কারীর বয়স ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন ফি

উক্ত পদে আবেদন করার জন্য Unreserved আবেদন কারীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে ও Female / Ex-servicemen / ST / SC প্রার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি

চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে উক্ত পদে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

তাই ইচ্ছুক প্রার্থীদের নিচের দেওয়া লিংকে Apply অপশনে ক্লিক করে অথবা www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

আরও পড়ুন- SBI Job Vacancy 2023 12th Pass

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • বয়সের প্রমাণপত্র
  • জাতিগত শংসাপত্র
  • অভিজ্ঞতার শংসাপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজ ছবি
  • অন্যান্য নথিপত্র
  • গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

আবেদন শুরু- ১৩ই অক্টোবর ২০২৩

আবেদন শেষ- ১১ই নভেম্বর ২০২৩

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here