চাকরির খবর সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে স্বাগতম! এখানে আমরা চাকরির বাজার সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তথ্য শেয়ার করব। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারের সুযোগগুলিকে সর্বাধিক ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমরা টিপস এবং পরামর্শ প্রদান করব। তাই নিয়মিত চেক করতে ভুলবেন না, কারণ আমরা আশা করি আপনি এখানে তথ্য উপযোগী পাবেন!
ISRO Recruitment Notification for New Vacancies – ভারতীয় মহাকাশ গবেষণা দপ্তরে ক্লার্ক নিয়োগ
ISRO Recruitment: ভারতীয় মহাকাশ গবেষণা দপ্তরে ISRO Recruitment 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। ISRO Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
1. Post Name– Personal Assistants For Filling-Up At Autonomous Institutions Under Dept. Of Space
Educational Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন।
Number Of Vacancy: মোট ১ টি (UR-01) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
Age Limit: ০৯/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। SC/ST/OBC- শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
2. Post Name– Upper Division Clerk (UDC)
Educational Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন।
Number Of Vacancy: মোট ১৬ টি (UR-09, OBC-04, SC-01, ST-01, EWS- 01) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
Age Limit: ০৯/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। SC/ST/OBC- শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
3. Post Name– Assistant
Educational Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন।
Number Of Vacancy: মোট ৩৩৯ টি (UR-150, OBC-90, SC-47, ST-18, EWS- 34) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
Age Limit: ০৯/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। SC/ST/OBC- শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
4. Post Name– Junior Personal Assistant
Educational Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে হবে এবং ইংরেজিতে স্টেনোগ্রাফি করার অভিজ্ঞতা থাকতে হবে।
Number Of Vacancy: মোট ১৫৪ টি (UR-76, OBC-34, SC-22, ST-08, EWS- 14) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
Age Limit: ০৯/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। SC/ST/OBC- শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
5. Post Name– Stenographer
Educational Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন।
Number Of Vacancy: মোট ১৪ টি (UR-06, OBC-04, SC-02, ST-01, EWS- 01) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
Age Limit: ০৯/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। SC/ST/OBC- শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
6. Post Name– Assistant For Filling-Up At Autonomous Institutions Under Dept. Of Space
Educational Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন।
Number Of Vacancy: মোট ২টি (UR-01, ST-01,) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
Age Limit: ০৯/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। SC/ST/OBC- শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
Application Fee– GEN/OBC/EWS – প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে SC/ST/PH – শ্রেণির প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না। আবেদন ফি বাবদ টাকা অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে জমা দিতে পারবেন।
Also Read– Army Public School Recruitment 2022 Notification
Apply Process– আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
Apply Date– ২০শে ডিসেম্বর ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৯ই জানুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন