IOCL Recruitment 2023 Haldia: ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 106টি শূন্যপদে Executive নিয়োগ করা হবে। ভারতের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গ রাজ্যের হালদিয়াতেও কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে আগামী 21এই মার্চ 2023 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। IOCL Executive Recruitment 2023 সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে।
IOCL Recruitment 2023 Haldia – হালদিয়াতে ইন্ডিয়ান ওয়েল কোম্পানিতে মোটা বেতনের প্রচুর কর্মী নিয়োগ
নিয়োগকারী সংস্থা:- Indian Oil Corporation Limited (IOCL)
পদের নাম:- Executive
আবেদনের মাধ্যম:- Online -এ আবেদন করতে হবে।
আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া চলছে।
আবেদন শেষের তারিখ:- 21 মার্চ 2023
মোট শূন্যপদ (Total Vacancy)
IOCL Executive Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলে মোট ১০৬ টি শুন্যপথ রয়েছে। পদ ভিত্তিক শূন্য পদের সংখ্যা নিচের চোখে উল্লেখ করা হয়েছে।
মাসিক বেতন (বছরে):
Executive Level L1 – Rs. 12,00,000/-
Executive Level L2 – Rs. 16,00,000/-
আরও পড়ুন- কেন্দ্র সরকারের চাকরির খবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অসম রাইফেলসে নিয়োগ
বয়সসীমা: IOCL Executive Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Executive Level L1 পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা হলো 35 বছর এবং Executive Level L2 পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। ছাড়াও SC/ST পর্থীদের 5 বছর এবং OBC পর্থীদের 3 বছরের বয়স ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রথমে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইট iocl.com-তে যেতে হবে। আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।
1. প্রথমে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
2. Apply Now-তে ক্লিক করুন।
3. PDF টি ডাউনলোড করে পড়ুন।
4. এরপর Next-তে ক্লিক করুন।
5. উপরে যে পদের জন্য আবেদন করতে চান সেটি বাছুন।
6. নিজস্ব তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করুন।
7. সিগনেচার ও ফটো আপলোড করুন।
8. এরপর Next-তে ক্লিক করুন।
9. শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য দিয়ে Next-তে ক্লিক করুন।
10. অভিজ্ঞতা সম্পর্কিত তথ্য দিয়ে Next-তে ক্লিক করুন।
11. আবেদন মূল্য জমা করুন (যদি প্রয়োজন হয়)।
12. এরপর আবেদনটি সাবমিট করুন।
আরও পড়ুন- WBPDCL Recruitment 2023
শিক্ষাগত যোগ্যতা:
IOCL Recruitment 2023 Haldia-তে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে Diploma, BE/ B.Tech, যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
IOCL Recruitment 2023-তে Executive পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে ব্যক্তিগত সাক্ষাৎকার (Personal Interview) এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও বিশদে জনার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
আবেদন লিঙ্ক: Apply Here
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন